বছরের সবচেয়ে বড় ‘সুপার মুন’ দেখা যাবে আজই, জেনেনিন ঠিক কখন পাবেন দেখতে

বাংলাহান্ট ডেস্ক : আজ ১৩ জুলাই এক অপরূপ মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্বের মানুষ। আজ রাতের আকাশ আলো করে দেখা মিলবে বছরের বৃহত্তম সুপার মুনের (Super Moon)। এ দিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। জানা যাচ্ছে, বুধবার আকাশে যে সুপার মুনের উদয় হবে পৃথিবী থেকে তার দূরত্ব হবে মাত্র ৩ লক্ষ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। চাঁদের এতটা কাছাকাছি আসা ও সুপার মুনের মারাত্মক প্রভাব পড়বে সমুদ্রে জোয়ার-ভাটায়। পৃথিবীতে বেশি হবে জোয়ারের প্রভাব।

XcHHRBf8SsdkjGePyKtMzW

বাক-মুন কী? –১৩ জুলাই যে ‘সুপার মুন’ দেখা যাবে, সেটিই বছরের সবচেয়ে বড় ‘সুপার মুন’। একে বলা হয় ‘বাক মুন’ (Buck Moon)। ইংরেজিতে ‘বাক’ শব্দের অর্থ হল পুরুষ হরিণ। বহু পশ্চিমী দেশে এই সময়কালে হরিণের শিং বৃদ্ধি পেতে শুরু করে। আর সেই ঘটনা থেকেই এই চাঁদের বিশেষ নাম দেওয়া হয়েছে ‘বাক মুন’।

কখন দেখা যাবে এই দৃশ্য? – ১৩ জুলাই মধ্যরাত ১২টা ০৮ মিনিটে এই সুপার মুন দেখা যাবে। এর পরে আবার ২০২৩ সালে ৩ জুলাই দেখা যাবে এই ‘বাক মুন’।

1920x1080

‘সুপার মুন’ কী? – চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে, তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় ও উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকেই বলা হয় ‘সুপার মুন’। ‘সুপার মুন’ শব্দটার উৎপত্তি আধুনিক জ্যোতিষশাস্ত্রে। জ্যোতির্বিদ্যার সঙ্গে এর কোনও যোগসূত্র নেই। জানা যায়, জ্যোতিষী Richard Nolle ১৯৭৯ সালে ‘সুপার মুন’ শব্দটি সৃষ্টি করেন। এক বছরে মোট তিন থেকে চার বার সুপার মুন দেখা যায়।

Sudipto

সম্পর্কিত খবর