প্রকাশ্যে মহিলাকে নিগ্রহ রাজ্যের মন্ত্রীর, ভিডিও পোস্ট করে অভিযুক্তের পদত্যাগ চাইল বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : একটি জনসভায় বক্তৃতা দিতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী। জনসভার মাঝেই সেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এক মহিলা। কিন্তু তিনি কথা বলা শুরু করতেই হঠাৎ সেই মাথায় সজোরে আঘাত করে বসলেন ওই মন্ত্রী। তামিলনাড়ুর (Tamil Nadu News) পালাভান্থামের (Palavanatham) ঘটনা এটি। বিরুধুনগর গ্রামে একটি ভরা জনসভায় প্রকাশ্যেই ঘটল এই ঘটনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো কোনও রকম প্রতিবাদ ছাড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন গ্রামবাসীরা। দু’এক জনকে আবার এই ঘটনা দেখে নির্লজ্জের মতো দাঁত বের করে হাসতেও দেখা গেল।

সাধারণ মানুষকে কি এঁরা চাকরবাকর মনে করেন?

জানা যাচ্ছে, তামিলনাড়ুর ওই অভিযুক্ত মন্ত্রীর নাম কেকেএসএসআর রামাচন্দ্রন (KKSR Ramachandran)। রাজ্যের শাসক দল ডিএমকের রাজস্ব এবং বিপর্যয় মোকাবিলা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি। মন্ত্রীর এই রকম আচরণের পর যে বিরোধী কোমর বেঁধে নামবে তা বলাই বাহুল্য। পুরো ঘটনাটির একটি ভিডিয়ো ট্যুইটারে প্রকাশ করে তামিলনাড়ুর এক বিজেপি নেতা প্রশ্ন করেন, ‘সাধারণ মানুষকে কি এঁরা চাকরবাকর মনে করেন?’ অবিলম্বে ওই মন্ত্রীর ইস্তফাও দাবি করেন বিজেপি নেতা কে আন্নামালাই। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করলে তাঁকে তাঁর বাড়িতেই ঘেরাও করবে তামিলনাড়ুর বিজেপির কর্মীরা।’

যে ভিডিয়োটি নিয়ে এত বিতর্ক সেখানে দেখা যাচ্ছে একটি ভর্তি জনসভায় মঞ্চের সামনে জনতাবেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন মন্ত্রী রামাচন্দ্রন। পাশের এক ব্যক্তির সঙ্গে কিছু কথা বলছিলেন তিনি। ঠিক সেই সময়েই তাঁর সামনে এসে কিছু বলতে যান ওই মহিলা। কিন্তু তিনি কথা বলা শুরু করতেই মন্ত্রী বিরক্ত হয়ে তাঁর দিকে তাকিয়ে হাতে থাকা কাগজের গোছা দিয়ে দিয়ে ওই মহিলার মাথায় সপাটে আঘাত করেন।

মন্ত্রীর ওই আচরণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। তবে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে বা ওই মন্ত্রী এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।


Sudipto

সম্পর্কিত খবর