বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) পাশাপাশি বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে ‘মিশন গগনযান’ (Mission Gaganyaan)। বিগত তিন বছর ধরে এই মিশনে কাজ করা হলেও বর্তমানে এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে আনা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh) বলেন, “আগামী বছরের মধ্যে আমরা মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম হব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই ভারতীয়দের মহাকাশে পাঠানো সম্ভব হবে।” এমনকি এক্ষেত্রে খাবারের মেনু পর্যন্ত সামনে এসেছে।
সূত্রের খবর, ২০২২ এর শেষের দিকে মিশন গগনযান প্রসঙ্গে দুটি পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে প্রথম পরীক্ষা শুধুমাত্র টেস্টিং মাধ্যমে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে, মহাকাশে পাঠানো হতে চলেছে একটি মহিলা রোবটকে( ব্যমিত্র)। সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং পরীক্ষার ফল পজিটিভ হয়, তবে পরের বছর মহাকাশে ভারতীয়দের পাঠানো প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, সকল পরীক্ষা যদি সঠিকভাবে হয়, তবে আমেরিকা, চীন এবং রাশিয়ার পর ভারত এমন দেশ হবে, যারা মহাকাশ যানের মাধ্যমে দেশের নাগরিকদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি খাবারের মেনু পর্যন্ত সামনে এসেছে। সূত্রের খবর, মহাকাশযাত্রীদের খাবারের মেনুতে একাধিক খাদ্যদ্রব্য থাকতে চলেছে। সকালে যেমন উপমা, পোহা এবং ইডলির মতো খাবার থাকতে পারে, আবার দুপুরে থাকবে মাংস এবং ভেজ বিরিয়ানি। রাতে তাদের খাদ্য তালিকায় থাকবে চাপাটি (রুটি), মাংস এবং সবজির তরকারি।
এই মিশনটির একমাত্র লক্ষ্য হলো দেশের মানুষকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়ে তাদেরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। মহাকাশ বিজ্ঞানে ভারতও যে অন্যান্য দেশের তুলনায় কম নয়, তা প্রমাণ করাই এক্ষেত্রে প্রধান লক্ষ্য হতে চলেছে। এক্ষেত্রে প্রধান দায়িত্ব নিতে চলেছে ইসরো, DRDO এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। যদিও এই মিশনটি ২০১৯ সালে শুরু করা হয়েছিল, তবে করোনা মহামারীর কারণে এটি পিছিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এর সফল উৎক্ষেপণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।