বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ক্যাসানোভা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সুপুরুষ চেহারা, আর মিষ্টি মিষ্টি কথায় নায়িকা ফাঁসাতে বেশি সময় লাগে না তাঁর। তার প্রমাণ ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর সঙ্গে রণবীরের সম্পর্ক। তালিকায় রয়েছে দীপিকা পাডুকোন (Deepika Padukone), ক্যাটরিনা কাইফ, সোনম কাপুরের (Sonam Kapoor) মতো নাম। প্রকাশ্যে অভিনেতার বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের মন্তব্যগুলো একেবারেই পছন্দ হয়নি বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor)।
হিন্দি টেলিভিশনের সবথেকে বিতর্কিত শো নিঃসন্দেহে ‘কফি উইথ করন’। পুরনো থেকে নতুন বহু তারকাই এসেছেন এই শোতে অতিথি হয়ে। সেই তালিকায় ছিলেন দীপিকা, সোনম থেকে রণবীরও। অবশ্যই আলাদা আলাদা পর্বে। করনের উসকানিতে প্রাক্তন প্রেমিক সম্পর্কে কম বিতর্কিত কথাবার্তা বলেননি দুই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তাঁর শোতে অতিথি তারকাদের লাগানো বিতর্কের আগুন বোঝাতে কি কখনো আসরে নামতে হয়েছে তাঁকে? উত্তরে প্রযোজক পরিচালক বলেন, অনেক বার। করন বলেন, “আমার মনে আছে দীপিকা আর সোনম এসে কিছু কথা বলেছিলেন যেগুলো চিন্টু জি (ঋষি কাপুর) খুব কষ্ট পেয়েছিলেন। আমাকে তখন আসরে নামতে হয়েছিল। আমার শো বয়কট করা হয়েছে, বন্ধও করে দেওয়া হয়েছে।”
এমনকি করন জানান, কিছু কিছু পর্ব সম্প্রচারিত হওয়ার আগে কয়েকটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য বাদ দিতে বাধ্য হয়েছেন তিনি। অনেক সময়ে এমনো হয়েছে, মুখ ফসকে কেউ কোনো বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন। তারপর খেয়াল পড়তে করনকে সরাসরি ফোন করে অনুরোধ করেছেন মন্তব্যটি বাদ দিতে। তবুও অনেক মন্তব্য বাদ দিলেও বিতর্ক এড়াতে পারেনি কফি উইথ করন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার