বাংলাহান্ট ডেস্ক: দীপিকা পাডুকোনের (Deepika Padukone) শেষ অভিনীত ছবি ‘গহরাইয়া’ (Gehraaiyaan) লক্ষ্মীলাভে ব্যর্থ হয়েছিল। ট্রেলার প্রত্যাশা জাগালেও ছবিটি দর্শকদের আশা পূরণ করতে পারেনি। অপ্রয়োজনীয় যৌনতা আর ঝিমোনো গল্পের অভিযোগ জানিয়ে দীপিকা সহ অন্য অভিনেতা অভিনেত্রীদেরও ট্রোল করেছিলেন দর্শকরা। এবার গহরাইয়া নিয়ে দীপিকাকে কটাক্ষ করলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। তাঁর দাবি, তিনি ১৫ বছর আগে যা যা করেছিলেন দীপিকা এখন তাই তাই করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন, “আগেকার দিনে নায়িকারা হয় একদম সতী সাবিত্রী ধরণের হত, যারা কিছুই জানে না। আর নাহলে হত চরিত্রহীন ভ্যাম্প। নায়িকাদের জন্য শুধুমাত্র এই দুই ধরণের চরিত্রই লেখা হত আগে। এখন ব্যাপারটা বদলেছে, মেয়েদের মানুষের মতোই দেখায়। নায়িকারা খুশি হতে পারে, দুঃখ পেতে পারে। ভুল করতে পারে। আর এই সবকিছু সত্ত্বেও তাদের ভালবাসা হয়।”
মল্লিকা আরো বলেন, দীপিকা এখন ‘গহরাইয়া’তে যা করছেন সেগুলো ১৫ বছর আগেই তিনি করে দেখিয়েছেন। ‘মার্ডার’ ছবির সঙ্গে গহরাইয়ার তুলনা করে অভিনেত্রী জানান, তিনিও যখন মার্ডার ছবিতে অভিনয় করেছিলেন তখন তাঁর বিকিনি পরা আর চুম্বন দৃশ্যগুলি নিয়ে খুব শোরগোল পড়েছিল। মল্লিকা বলেন, আগেকার দিনে মানুষ অনেক সংকীর্ণ মনের ছিল।
মল্লিকা একা হাতে বলিউডকে সাবালক হতে সাহায্য করেছিলেন। ইমরান হাশমির সঙ্গে তাঁর রসায়ন এখনো মনে রেখে দিয়েছেন বহু দর্শক। ইন্ডাস্ট্রিতে ‘সেক্স বম্ব’ নামে পরিচিতি পেয়েছিলেন মল্লিকা। কিন্তু এই বলিউডের প্রতিই ক্ষোভ রয়েছে অভিনেত্রীর। ইন্ডাস্ট্রি নাকি তাঁর অভিনয়ের কদরই করেনি।
মল্লিকা বলেন, “ইন্ডাস্ট্রি আর মিডিয়ার একাংশ আমাকে মানসিক নির্যাতন করত। এরা শুধু আমার সৌন্দর্য্য আর শরীর নিয়েই কথা বলত। আমি দশাবতারম, ওয়েলকাম, পেয়ার কে সাইড এফেক্টস এর মতো ছবিতে অভিনয় করেছি। কিন্তু আমার অভিনয় নিয়ে কেউ কথাই বলেনি।”