বাংলা হান্ট নিউজ ডেস্ক: বরাবরই লন্ডনকে নিজের সেকেন্ড হোম বলে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নিচের দ্বিতীয় কাছের জায়গাতেই বিশেষ সম্মানে সম্মানিত করা হল প্রাক্তন ভারত অধিনায়ককে। বাংলার গর্ব হিসেবে সৌরভকে বিশেষ সম্মান প্রদান করেছেন ব্রিটিশ পার্লামেন্ট। ইতিমধ্যেই এই বিশেষ অর্জনের জন্য সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা।
কুড়ি বছর আগে এর ১৩ই জুলাই সর্ষের মাটিতে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। সেই বিশেষ মুহূর্তের কুড়ি বছর পরে ইংল্যান্ডের মাটিতে এই বিশেষ সম্মান পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যুবরাজ এবং কাইফের সঙ্গে সৌরভ সেদিন একটি গুরুত্বপূর্ণ ৬০ রানের ইনিংস খেলেছিলেন। যদিও ক্রিকেটপ্রেমীরা তার সেদিনের ব্যাটিংয়ের চেয়ে তার গ্যালারিতে জার্সি করানোর দৃশ্যটাই বেশি মনে রেখেছেন।
সৌরভ নিজে জানিয়েছেন যে ব্রিটিশ পার্লামেন্ট ৬ মাস আগে তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে এই সম্মান প্রধানের কথা জানান। প্রতিবছরই কোন বিশেষ ব্যক্তিবর্গ কে এই পুরস্কারের জন্য বেছে নিয়ে বৃটিশ পার্লামেন্ট। রব পড়ে ইনস্টাগ্রাম ঘাটতে গিয়ে ব্যাপারটা খেয়াল করেন যে কাকতালীয়ভাবে এই দিনটিতেই লর্ডসের মাটিতে ইতিহাস রচনা করেছিল ভারতীয় দল। বাঙালি হিসেবে এই বিশেষ দিনে বিশেষ সম্মান পেয়ে খুশি মহারাজ।
সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৯২ সালে ভারতের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন। ১৯৯৬ থেকে তিনি ভারতীয় দলে নিয়মিত হয়ে ওঠেন। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে তিনি মোট ৪২৪টি ম্যাচে ভারতের জার্সি গায়ে নেমেছেন। দুই ফরম্যাট মিলিয়ে তার ১৮ হাজারের বেশি রান রয়েছে। তুই ফরম্যাট মিলিয়ে মোট ৩৮ টি শতরান করেছেন তিনি। নিজের ক্যারিয়ারে মোট ছয় বছর তিনি ভারতকে নেতৃত্বও দিয়েছেন।