বাংলা হান্ট ডেস্ক: অবশেষে বহুকাঙ্খিত আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর (International North-South Transport Corridor, INSTC) ব্যবহার করে প্রথমবারের মতো, একটি রাশিয়ান ট্রেন মিত্র দেশ ভারতের জন্য পণ্য বহন করে ইরানে পৌঁছেছে। জানা গিয়েছে, ওই সময়ে ট্রেনটি কাজাখাস্তান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে প্রায় ৩,৮০০ কিলোমিটারের পথ অতিক্রম করে।
এই প্রসঙ্গে ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ৩৯ টি মালবাহী কনটেইনার নিয়ে ওই ট্রেনটি গত মঙ্গলবার তুর্কমেনিস্তানের সীমান্তের সারখাস স্টেশন দিয়ে ইরানে প্রবেশ করে। এদিকে, INSTC হল ভারত, ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, মধ্য এশিয়া এবং ইউরোপে পণ্য পাঠানোর জন্য একটি ৭,২০০ কিমি দীর্ঘ বহুমুখী পরিবহন প্রকল্প।
ভারত প্রথম থেকেই এই প্রকল্পে সহযোগিতা করে আসছে। পাশাপাশি প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সারখাস রেলওয়ে স্টেশন থেকে পণ্যের এই চালানটি ১,৬০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ ব্যবহার করে দক্ষিণ ইরানের আব্বাস বন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সমুদ্রপথে ভারতে পাঠানো হবে।
এদিকে, তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরানের কর্মকর্তারা ওই ট্রেনটিকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে সেদেশের পরিবহন, তেল, শিল্প ও কৃষি মন্ত্রীদের পাশাপাশি প্রথম উপ রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবার উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৬ জুলাই ট্রেনটি রাশিয়ার চেখভ স্টেশন থেকে ছেড়েছিল।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে ইরান সফর করবেন বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায়, ওই অঞ্চলে যোগাযোগ আরও জোরদার করার বিষয়টিও ওই সফরের আলোচনায় উঠে আসতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতও ক্রমশ সংযোগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে। শুধু তাই নয়, চাবাহার বন্দরের উন্নয়নে ইরানের সঙ্গে কাজ করছে ভারত। এছাড়াও, ভারত এই বন্দরটিকে INSTC-এর আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানিয়েছে।