জিমে গিয়ে লাভ নেই, সেই তো জেলের ঘানি টানতে হবে! মাদক কাণ্ডে ফের নাম জড়াতেই ট্রোলড রিয়া

বাংলাহান্ট ডেস্ক: দু বছর আগের স্মৃতি ফিরে আসতে চলেছে বলিউডে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত‍্যুর পর ওলট পালট হয়ে গিয়েছিল বলিউড। ব‍্যাপারটা আরো ঘোরালো হয়ে ওঠে সুশান্ত মৃত‍্যু মামলার সঙ্গে মাদক কাণ্ডের যোগসূত্র পাওয়ায়। অভিনেতার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) জেল পর্যন্ত খাটতে হয়েছিল।

এই দু বছরে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন রিয়া। কাজও শুরু করছিলেন একটু একটু করে। তার মধ‍্যেই ফের বিষ্ফোরণ। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর চার্জশিটে মাদকের লেনদেনের অভিযোগ আনা হয়েছে রিয়ার বিরুদ্ধে। তিনি নাকি ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে মাদক সরবরাহ করতেন। এমনকি সুশান্তকেও নাকি তিনিই মাদকের যোগান দিতেন।

Rhea 4
আবার যখন মাদক কাণ্ড নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে তখন রিয়ার দেখা মিলল ফুরফুরে মেজাজে। দিব‍্যি সেজেগুজে একটি জিমের সামনে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন তিনি‌। হাসিমুখে পোজও দেন লেন্সের সামনে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব‍্য করতে চাননি রিয়া।

ভিডিও ভাইরাল হতেই পূর্ণ উদ‍্যমে ট্রোল শুরু করেছেন নেটনাগরিকরা। কেউ বলছেন, আজ জিম যাচ্ছে কাল জেল যেতে হবে। আবার কারোর বিরক্তি, সকাল সকাল রিয়ার মুখ দেখলেই নাকি দিন খারাপ যাবে। অনেকে আবার পরামর্শ দিয়েছেন, আর জিমে গিয়ে লাভ নেই। সেই তো জেলের ঘানি টানতে হবে। যদিও কয়েকজন দুঃখও প্রকাশ করেছেন রিয়ার কেরিয়ারটা নষ্ট হয়ে গেল বলে।

https://www.instagram.com/reel/Cf-6hfAKTUu/?igshid=YmMyMTA2M2Y=

দিন দুয়েক আগেই সুশান্ত মামলায় রিয়া সহ ৩৫ জন অভিযুক্তের জন‍্য ৩৮ টি চার্জশিট দাখিল করে NCB। চার্জশিটে রিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, বিভিন্ন সময়ে মাদক পাচারকারী স‍্যামুয়েল মিরান্ডা, আপন ভাই শৌভিক চক্রবর্তীর কাছ থেকে গাঁজা আনাতেন তিনি। সেসবের দামও দিতেন রিয়াই। গাঁজা তারপ‍র দেওয়া হত সুশান্তকে। একাধিক ধারায় মামলাও দায়ের হয়েছে রিয়ার বিরুদ্ধে।

Niranjana Nag

সম্পর্কিত খবর