বাংলা হান্ট ডেস্ক: মুম্বই বন্দরে রাশিয়ার (Russia) ভেসেল ঢুকতে না দেওয়ার উদ্দেশ্য সফল হলনা আমেরিকার (America)! বরং, এবার আমেরিকার সেই আর্জিকে রীতিমতো খারিজ করে দিল ভারত। শুধু তাই নয়, গত বৃহস্পতিবার নয়াদিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, স্থানীয় বন্দর কর্তৃপক্ষকে ভেসেল ঢুকতে না দেওয়ার ক্ষেত্রে আর্জি না জানিয়ে বরং তা কূটনৈতিক স্তরে সরাসরি বিদেশ মন্ত্রককে জানাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে গত মাসে মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল, মুম্বই বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। ওই চিঠিতে বলা হয় যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যেহেতু মস্কোর উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন ( অপরদিকে, ভারত সেরকম কোনো নিষেধাজ্ঞা না চাপিয়ে বরং ভারসাম্যের নীতি বজায় রেখেছে মোদী সরকার), সেক্ষেত্রে মুম্বইয়ে রাশিয়ার কোনো ভেসেলকে ঢুকতে দেওয়া উচিত নয়। এদিকে, এমতাবস্থায় এটিকে রাশিয়ান অপরিশোধিত তেল কেনা থেকে ভারতকে বিরত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছিল।
পাশাপাশি, এই আবহে সিদ্ধান্ত গ্রহণের জন্য বন্দর কর্তৃপক্ষের তরফে প্রথমে শিপিং ডিরেক্টরেট জেনারেলকে (ডিজিএস) একটি চিঠি দেওয়া হয়। যদিও, পরবর্তীকালে ডিজিএস এই সিদ্ধান্তটি বিদেশ মন্ত্রকের কাছে হস্তান্তরিত করে। এদিকে, বিদেশ মন্ত্রকের কাছে সরাসরি এই আর্জি না জানিয়ে মুম্বই বন্দর কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর বিষয়টি ভালোভাবে নেয়নি নয়াদিল্লি।
এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে। এরকম কোনো কূটনৈতিক আলোচনার জন্য ভারতের বিদেশ মন্ত্রক এবং নয়াদিল্লিতে (মার্কিন) দূতাবাসের মাধ্যমে অগ্রসর হওয়ার জন্য সংশ্লিষ্ট দূতাবাসকে (মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট) পরামর্শও দেওয়া হয়েছে।”
ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা খুশি নয়:- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চিনের পর রাশিয়ার অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হয়ে উঠেছে ভারত। এমতাবস্থায়, বিপুল পরিমানে রাশিয়ান তেল কেনার কারণে ভারতের এই পদক্ষেপে আমেরিকা মোটেও খুশি নয়। শুধু তাই নয়, ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ৫ এপ্রিল, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে সাকি বলেন, “আমরা মনে করি না যে রাশিয়ান তেল এবং অন্যান্য পণ্য আমদানি ভারতের জন্য ঠিক হচ্ছে।”
উল্লেখ্য যে, কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থনৈতিক উপদেষ্টা দালিপ সিংও রাশিয়ার তেল আমদানির বিষয়ে ভারতকে সতর্ক করেছিলেন। যদিও, পশ্চিমী দেশগুলির সমালোচনার পরও এখনও পর্যন্ত ভারত এমন কোনো ইঙ্গিত দেয়নি যেখানে স্পষ্ট হয়েছে যে তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। পাশাপাশি, ভারত ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইউক্রেনে হামলার জন্য জাতিসংঘের ফোরামে রাশিয়ার নিন্দা জানিয়ে একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে ভারত নিজেকে দূরেও সরিয়ে রেখেছিল। তবে, এবার ফের আমেরিকার আর্জি ফিরিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।