মানবিক! অসুস্থ হনুমানকে সেবা-শুশ্রুষা সৌমিত্র খাঁ-র, পোস্ট করলেন সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : স্বামীজি বলে গেছেন “জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর”, অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ঈশ্বর ভক্তি সম্ভব। প্রতি মুহূর্তে আমরা এই শ্লোক আওড়ালেও বাস্তবে প্রতিফলিত করতে অনেক সময় ভুলে যাই। কিন্তু এবার এমনই এক জীব প্রেমের দৃশ্য দেখা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর ফেসবুক ওয়ালে।

নিজের ফেসবুক পেজে একটি ভক্তিমূলক গানের সাথে একটি ভিডিও পোস্ট করেছেন সৌমিত্র। তাতে দেখা যাচ্ছে একটি হনুমান অসুস্থ বোধ করছে। তার পিঠে হাত বুলিয়ে আবার কখনো জল খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন সৌমিত্র। ভিডিওটি পোস্ট করার সাথে সাথে রীতিমত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার কয়েক হাজার মানুষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। অনেকে বিভিন্ন কমেন্ট দিয়ে উৎসাহ জুগিয়েছেন সৌমিত্র খাঁকে। বিজেপি সাংসদের এরূপ জীব সেবা দেখে আপ্লুত নেটিজেনরা।

ঘটনাটি বিষ্ণুপুরের। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হনুমান টোটোর মধ্যে বসে প্রায় ঝিমিয়ে পড়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অসুস্থ। এমন সময় লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ সেই হনুমানটির পিঠে হাত বুলিয়ে তাকে আদর করতে শুরু করেন। এই ঘটনাটি দেখে স্বাভাবিকভাবেই চারিপাশে লোক জমতে শুরু করে। এরপর সৌমিত্র বাবু হনুমানটিকে চিকিৎসা কেন্দ্রে পাঠান সেবা শুশ্রুষার জন্য।

ফেসবুকে এহেন ভিডিও দেখে কমেন্ট বক্সে উচ্ছ্বসিত মন্তব্য করেন বহু মানুষ। কেউ কেউ এই হনুমানটিকে বজরংবলীর রূপ বলে মনে করেছেন আবার কেউ কেউ শ্রী শ্রী রামচন্দ্রকে স্মরণ করেছেন। ভালো মন্তব্যের পাশাপাশি কিছু কটাক্ষও দেখা গেছে কমেন্ট বক্সে। জনৈক এক ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে লিখেছেন, “এই হনুমানটি আসলে কে? হুমায়ুন কবীর কি?”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর