বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে যতটা দুর্দান্ত জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচে ততটাই বিশ্রীভাবে মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মারা। কাল প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের করা ২৪৬ রানের জবাবে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিলো ভারত। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনলেন বাটলাররা। এর ফলে ১৭ তারিখ রবিবার তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি কার্যত ফাইনালে পরিণত হল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেদিন যারা ম্যাচ জিতবে সিরিজও তারাই পকেটে পুরবে।
<span;>প্রথম ম্যাচের মতো কালকেও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লর্ডসের গ্যালারিতে উপস্থিত রায়না, ধোনি, সচিন, সৌরভের সামনে এদিন ভারতীয় বোলারদের মধ্যে নজর কেড়েছিলেন যুজবেন্দ্র চাহাল। গত ম্যাচে বুমরার দুর্দান্ত বোলিং এর কথা মাথায় রেখে লর্ডসের পিচে কাল ঘাস রাখাই হয়নি বলতে গেলে। ফলস্বরূপ বুমরা বা শামির কেউই নিজেদের প্রথমদিকের ওভার গুলিতে উইকেট পাননি। কিন্তু মাঝের দিকের ওভার গুলিতে সেট হয়ে যাওয়া জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস এবং মঈন আলীর উইকেট তুলে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপকে একার হাতে ভাঙ্গেন তারকা লেগস্পিনার। তার দুর্দান্ত বোলিং এর সৌজন্যে ৪৯ ওভার ব্যাট করে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। যদিও তার দুর্দান্ত পারফরম্যান্সের মান রাখতে পারেনি।
<span;>কাল ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৭ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন চাহাল। লর্ডসের মাটিতে কোন ভারতীয় বোলারের শ্রেষ্ঠ পারফরম্যান্স এটি। এর আগে কোন ভারতীয় বোলার লর্ডসে ওডিআই ম্যাচ খেলতে নেমে তিনের বেশি উইকেট নিতে পারেননি। ভারতের ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপের দিল মোহিন্দর আমরনাথ, মদন লালদের মধ্যে কেউ তিন উইকেটের বেশি নিতে পারেননি।
<span;>২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সামিল করা হয়নি চাহালকে। যা নিয়ে সেই সময়ে অনেক সমালোচনা হয়েছিল। বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ছিল খুবই সাধারণ, সাদামাটা। তারপর ফের চাহালকে ভারতীয় স্কোয়াডে ফেরত আনতে বাধ্য হন নির্বাচকরা। সেই ফেরত আসার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। এমনকি আইপিএলেও পার্পেল ক্যাপ জিতেছেন চাহাল। লর্ডসের মাটিতে তারই দুরন্ত পারফরম্যান্স তার সাম্প্রতিক ফর্মের একটি বড় নিদর্শন।