জালে ধরা পড়ল ১৬ ফুটের দৈত্যাকার ওরফিশ! ভয়ঙ্কর সুনামির বার্তা নয় তো? বাড়ছে আশঙ্কা! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : রোজকার মতো এদিনও প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) মাছ ধরছিলেন চিলির (Chili) একদল মৎস্যজীবী। হঠাৎই তাঁদের জালে ধরা পড়ল ১৬ ফুট লম্বা একটি মাছ। সে মাছ দেখে রীতিমত ভয়ে আঁৎকে উঠেছিলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে চিলিতে। জালে ধরা পড়ার পর দৈত্যাকার এই মাছটিকে ক্রেনের সাহায্যে ডাঙায় তুলে নিয়ে আসা হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

প্রাকৃতিক দুর্যোগের বার্তা? জানা গিয়েছে, মাছটির নাম ওরফিশ (Oarfish)। তবে মাছটির আসল পরিচয় জানার পর অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই আবার এই দৈত্যাকার মাছ ধরা পড়ায় বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের (Natural Calamities) আশঙ্কা করছে। ওই এলাকার মানুষজন জানান, ওরফিশ সুনামি কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের বার্তা বয়ে আনে।

বিজ্ঞান না কুসংস্কার? এখন অনেকেই মনে করতে পারেন এটা নিতান্তই কুসংস্কার। কিন্তু সেটা একদমই না। এই ধারনার পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও। সাধারণত গভীর সমুদ্রে থাকে এই মাছ। সমুদ্রের তলায় থাকা টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে গভীর জলের মাছকে অনেক সময়ই জলের উপরে ভেসে উঠতে দেখা যায়। আর এই টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলেই সৃষ্টি হয় ভয়ংকর সুনামির।

যদিও বৈজ্ঞানিকরা এর সত্যতা সম্পূর্ণ ভাবে স্বীকার করেন নি। তাঁরা মনে করেন, সাধারণত গভীর জলে থাকলেও অসুস্থ হলে, মৃত্যুর সময় এবং প্রজননের সময় জলে ভেসে ওঠে এসব মাছ। এই মাছটি ঠিক কী কারণে সমুদ্রের উপরে উঠে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর