বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই মীর-হীন হয়েছে মির্চি। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে কর্মক্ষেত্রকে বিদায় জানিয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী মীর আফসার আলি (Mir Afsar Ali)। তাঁর বার্তা মন খারাপ করে দিয়েছে বহু মানুষের। রেডিও মির্চি ছাড়ার পরে মীরেরও মন খারাপ ছিল অনেকদিন। এখনো পুরোপুরি ভাবে মির্চিকে মন থেকে ভুলতে পারেননি তিনি। কিন্তু দিন তো বসে থাকে না কারোর জন্য। এবার নতুন সারপ্রাইজ নিয়ে এলেন মীর।
পুলিসের পোশাকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। খাকি উর্দি পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘কতদিন আর বাড়িতে বসে থাকব। অগত্যা দার্জিলিংয়ে দারোগা’। কিছুদিন আগেই দার্জিলিংয়ে উড়ে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন মীর। হিন্দি গানের লাইন ধার করে লিখেছিলেন, ‘ফির সে উড় চলা।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছিলেন, শুট আর কাজ।
তারপরেই পুলিসের পোশাকে এই ছবি দেখে অনেকেই অনুমান করছেন, সম্ভবত কোনো নতুন ছবি বা ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন মীর। যদিও ছবিটি শেয়ার করার পরপরই কোনো কারণে সেটি ডিলিট করে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, রেডিও মির্চি ছাড়ার পরপরই একটি পোস্ট করেছিলেন মীর। জানিয়েছিলেন, একটানা কাজ করার পর কিছুদিনের জন্য বিরতি নেবেন। ততদিন বাড়ির টুকটাক কাজ করছিলেন তিনি। সকালম্যান এর কাজ ছেড়ে কিছুদিন বাড়িতে বিশ্রাম করছিলেন মীর। তারপর পুরো উদ্যমে নেমে পড়েছেন কাজে। দার্জিলিংয়ে গিয়ে অবশ্য কাজের পাশাপাশি টুকটাক খাওয়াদাওয়াতেও মজেছেন মীর।
দীর্ঘদিন ধরে রেডিও জকির কাজ করে এসেছেন মীর। তাঁর কণ্ঠ শুনে ঘুম ভাঙত শহরবাসীর। তিনি যে ‘সকালম্যান’। বহু বছর ধরে রেডিও মির্চিকে সমৃদ্ধ করে এসেছেন তিনি। এবার অবসর নেওয়ার পালা। গত ১ লা জুলাই এই মন খারাপ করা খবর জানিয়েছিলেন মীর।
https://www.instagram.com/p/CgCQA2AvtAQ/?igshid=YmMyMTA2M2Y=
সোশ্যাল মিডিয়ায় বড়সড় বার্তা দিয়েছিলেন মীর। রেডিও মির্চিতে দীর্ঘদিনের কেরিয়ার থেকে
অবসর নেওয়ার কথা ঘোষনা করেছিলেন তিনি। ১৯৯৪ সালের ৬ অগাস্ট মাসে রেডিওতে পথচলা শুরু হয় মীরের। আকাশবাণীতে কেরিয়ার শুরু হয় তাঁর।
সেই প্রথম দিককার একটি ছবি শেয়ার করেছিলেন মীর। সঙ্গে লিখেছিলেন, ‘এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই আগস্ট ’৯৪… আমায় শোনার জন্য সবাইকে। তবে মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে… একটু…. ওই ৯৮.৩% মতন।’