বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, ভাঙচুর চলল মন্দিরেও! ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ তথাগত রায়ের

বাংলাহান্ট ডেস্ক : আবারও উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। আবারও একবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু (Hindu) সম্প্রদায়ের ওপর অমানবিক হামলা। নড়াইলের মির্জাপুরের (Mirzapur) ঘটনার দুঃস্বপ্নকে তাজা করে ধর্ম অবমাননার অভিযোগে লোহাগড়া উপজেলায় দিঘলিয় গ্রামে হিন্দু বাড়িতে হামলা ও আগুন লাগিয়ে দিল জনতা। অভিযোগ, ফেসবুকে (facebook) ওই ব্যক্তি নাকি এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মকে অসম্মান করে কিছু মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রতিবাদেই ওই ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দিলো তারা। অভিযুক্ত ওই শিক্ষার্থী ও তার বাবাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনীও।

 টিনের বাড়ি কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই : স্থানীয় সূত্রে খবর, গত ১৪ জুলাই ফেসবুকে ওই শিক্ষার্থীর একটি ধর্মীয় পোস্টের নিচে মন্তব্য করেন ওই ব্যক্তি। পরের দিন বিকেলে এলাকার লোকজন তার বাড়ির সামনে গিয়ে জড়ো হয়। বিক্ষোভ (agitation) দেখাতেও শুরু করে তারা। পরে তারা বাড়ি ভাঙচুরও শুরু করে। সব শেষে আগুন ধরিয়ে দেয় বাড়িটিতে। টিনের বাড়ি কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। হামলা শেষ এখানেই নয়। বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়েও তাদের আক্রোশ মেটে নি। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার আগে তারা এলাকার একটি মন্দিরেও (temple) ভাঙচুর চালায় বলে অভিযোগ।

খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী (police force) সেখানে পৌঁছয়। গ্রেফতার করে ওই শিক্ষার্থী এবং তার বাবাকে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরে পরই পুলিশ পৌঁছয় সেখানে। আক্রান্তের বয়ান নেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করেই দুই’জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশের হিন্দুদের উপর অত্যচারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা তথাগত রায়। এদিন তিনি হামলার একটি ভিডিও ফুটেজ ট্যুইট করে লেখেন, ‘বাংলাদেশে বাঙালি মুসলিমের হাতে বাঙালি হিন্দুর উপর অত্যাচার একটি নিয়মিত কাহিনী। নাসিরনগর, কুমিল্লা, বেগমগঞ্জ, এখন নড়াইল। কিন্তু এই অত্যাচারের বিষয়ে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর কোনো হেলদোল নেই। যে জাতি নিজের ভাল বোঝে না তার বিলুপ্তি অবশ্যম্ভাবী।’

Sudipto

সম্পর্কিত খবর