বাংলাহান্ট ডেস্ক: কথা ছিল জন্মদিনের দিন মা হতে চলার সুখবর দেবেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সেই মতো আশা করে বসেছিলেন অনুরাগীরাও। ধুমধাম করেই ৩৯ এ পা রেখেছেন ক্যাট সুন্দরী। স্বামী, পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে পাড়ি দিয়েছেন মালদ্বীপে। জন্মদিন সেলিব্রেশনের ছবি ভাইরাল ইতিমধ্যেই। সেখানে প্রত্যাশা মতো সুখবরের ইঙ্গিত না থাকলেও অন্য একটি খবরের গন্ধে নড়েচড়ে বসেছেন নেটনাগরিকরা।
ক্যাটরিনা ভিকির পরিবার বাড়তে চলেছে। তবে অভিনেত্রী এখনি মা হচ্ছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে, ক্যাটরিনার পরিবারের বিয়ের সানাই বাজতে চলেছে খুব তাড়াতাড়ি। অভিনেত্রীর বৌদি হয়ে আসছেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’cruze)। জল্পনা বলছে এমনটাই।
আসলে সম্প্রতি একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে দেখা গিয়েছে ক্যাটরিনা ও ইলিয়ানাকে। সঙ্গে ছিলেন ‘টাইগার থ্রি’ অভিনেত্রীর দাদা সেবাস্টিয়ানও। ইলিয়ানার সঙ্গে সেবাস্টিয়ানের সম্পর্কের গুঞ্জন তুঙ্গে উঠেছে। মুম্বইয়ের বান্দ্রায় ক্যাটের পুরনো অ্যাপার্টমেন্টে নাকি প্রায়ই একসঙ্গে সময় কাটান দুজনে। আর এখন পৌঁছে গিয়েছেন মালদ্বীপেও। যদিও এ বিষয়ে মুখ খোলেননি কেউই।
এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থেকেছেন ইলিয়ানা। অ্যান্ড্রিউ কিবোনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন তিনি। প্রেম ভাঙার পর এতটাই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ইলিয়ানা যে মনোবিদ পর্যন্ত দেখাতে হয়েছিল তাঁকে।
https://www.instagram.com/p/CgE2FYgvUYP/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, অনেকদিন পর নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে আসেন ক্যাটরিনা। শেষবার করন জোহরের ৫০ তম জন্মদিনে দেখা গিয়েছিল তাঁকে। সেজেগুজে পরিচালকের পার্টি আলো করেছিলেন ক্যাট সুন্দরী। তারপর থেকেই আর দেখা নেই অভিনেত্রীর। এমনকি কফি উইথ করনের আমন্ত্রণও এড়িয়ে গিয়েছেন তিনি। তবে জন্মদিন উপলক্ষে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা।