CAA-কৃষক আইন বিরোধিতায় কার মদত ছিল সেটাও জানা যাবে, তিস্তা-বিতর্কের মাঝেই সরব বিবেক অগ্নিহোত্রী

বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথা বলতে কখনো ডরান না পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। বিশেষ করে তাঁর পরিচালিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ব‍্যাপক প্রশংসা এবং স্বীকৃতি পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন বিবেক। এবার তিস্তা শেতলবাদ (Teesta Setalvad) ও আহমেদ পটেল (Ahmed Patel) বিতর্কে মুখ খুলে বলিউডকে একহাত নিলেন তিনি।

সম্প্রতি গুজরাত পুলিসের বিশেষ তদন্তকারী দল দাবি করেছে, ২০০২ সালে গুজরাত দাঙ্গার পর বিজেপি সরকারকে হেনস্থা এবং আসনচ‍্যুত করার জন‍্য প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ পটেলের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। ধৃত তিস্তার জামিনের আবেদন খারিজ করার সপক্ষে তদন্তকারী দল দাবি করেছে, দাঙ্গার পর বিজেপি সরকারকে ক্ষমতাচ‍্যুত করার জন‍্য বড় ষড়যন্ত্রে শামিল হয়েছিলেন সমাজকর্মী।

vivek agnihotri
এবার এই বিতর্কের রেশ টেনেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, “আশা করছি খুব শীঘ্রই এটাও জানা যাবে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী, শাহিন বাগ আর কৃষক আন্দোলনের নেপথ‍্যে টাকা কে ঢেলেছিল। বলিউড তারকারা কেন ওগুলোর অংশ ছিলেন?”

বছর ঘুরে গেলেও নাগরিকত্ব সংশোধন আইন এবং তিনটি কৃষক আইনের বিরুদ্ধে আন্দোলনের স্মৃতি এখনো তাজা দেশবাসীর মনে। সারা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল দুবারই। বেশ কয়েকজন বলিউড তারকারাও দুটি আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন, পথেও নেমেছিলেন। সুযোগ বুঝে সেই বিতর্কটাই আরো একবার উসকে দিলেন বিবেক অগ্নিহোত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি গুজরাত পুলিসের বিশেষ তদন্তকারী দল দাবি করেছে, গুজরাত দাঙ্গায় নিহত কংগ্রেস নেতা আহমেদ পটেলের থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। তাঁর প্রাক্তন সহায়ক রইস খান পাঠান জানিয়েছেন, তিস্তা যখন পটেলের সঙ্গে দেখা করতে সার্কিট হাউসে গিয়েছিলেন তখন তিনিও গিয়েছিলেন সঙ্গে।

আহমেদ পটেল বলেছিলেন, বাবরি মসজিদ ঘটনার সময়ে তিস্তার ভূমিকা সম্পর্কে তিনি জানেন। কংগ্রেস নেতা তিস্তাকে আশ্বাস দিয়েছিলেন, নিজের পার্টি এবং দেশ বিদেশের বিভিন্ন সংস্থা থেকে টাকা তুলে দেবেন তিনি। প্রথমে ৫ লাখ এবং তারপর ২৫, মোট ৩০ লাখ টাকা তিস্তা শেতলবাদ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁর প্রাক্তন সহায়ক।

Niranjana Nag

সম্পর্কিত খবর