বাংলা হান্ট নিউজ ডেস্ক: লর্ডসের মাটিতে হারের ধাক্কা কাটিয়ে ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াল ভারত। প্রথমে ইংল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করার পর নির্ধারিত সময়ের অনেক আগেই সেই রান তুলে ফেলল রোহিতের দল। টপ অর্ডারের আরেকটি ব্যর্থতার দিনে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স এবং পন্থের শতরানের ওপর ভর করে সিরিজ এবং ম্যাচ জিতে নিল মেন ইন ব্লুজ। গোটা সিরিজে একবারও ইংল্যান্ডকে পুরো ৫০ ওভার ব্যাট করতে দেয়নি ভারত।
<span;>এই নিয়ে রোহিত শর্মা টানা তিনটি ম্যাচে টসে জিতলেন এবং টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। পিঠের চোটের কারণে এই ম্যাচে যশপ্রীত বুমরাকে পায়নি ভারতীয় দল। তার পরিবর্তে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হয়েছিল কারণ অর্শদীপ সিংও চোটের জন্য বাইরে রয়েছেন। নিজের এবং ম্যাচের প্রথম ওভারেই জনি বেয়ারস্টো এবং জো রুটকে ০ রানে ড্রেসিংরুমে ফেরত পাঠান তিনি। কিন্তু ওর নিজের এই প্রথম ওভারে বাদ দিয়ে বাকি ৮ ওভারে ৬৬ রান দিয়েছেন সিরাজ।
<span;>বুমরার অবর্তমানে হার্দিক পান্ডিয়াই ভারতীয় বোলিং লাইন আপকে ভরসা দেন। মিডল অর্ডারে বেন স্টোকস (২৭), জস বাটলার, জেসন রয় এবং লিয়াম লিভিংস্টোনের (২৭) উইকেট নেন তিনি। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩টি মেডেন সহ ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন হার্দিক। এরপরে ইংল্যান্ডের টেল এন্ডারদের উইকেটগুলি তোলেন চাহাল। নিজের নির্ধারিত ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন তারকা লেগ স্পিনার।
<span;>এরপর ব্যাট করতে নেমে গত ম্যাচের নায়ক টপলেস সামনে আরও একবার বেকায়দায় পড়ে ভারতীয় টপ অর্ডার। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। এই সিরিজের তিনটি ম্যাচেই বড় কিছু করে দেখাতে ব্যর্থ ধাওয়ান। তিনি আউট হন মাত্র এক রানে। কিন্তু তারপর খেলা ঘুরিয়ে দেন রিশভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। তাদের কুড়ি ওভারে ১৩৩ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। হার্দিক পান্ডিয়া যখন ৫৫ বলে ৭২ রান করে আউট হলেন তখন ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা। নিজের সম্পূর্ণ স্বভাববিরুদ্ধ খেলা খেলে শতরান করেন পন্থ। প্রথমদিকে অতিরিক্ত সতর্কতা ব্যাটিং করে এবং একবার সেট হয়ে যাওয়ার পর নিজের পরিচিত আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং করেন ভারতীয় উইকেট রক্ষক। ফলস্বরূপ ৪৭ বল বাকি থাকতেই ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারতীয় দল। ১১৩ বলে ১২৫ করে অপরাজিত থাকেন পন্থ।