বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে বিদেশের মাটিতে প্রথম একদিনের সিরিজে জয় পেল ভারত। আর এই সিরিজ জয়ের জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য হার্দিক পান্ডিয়ার। সেই পুরস্কার স্বরূপ তিনি এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। সিরিজে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি স্বল্প ব্যাটিংয়ের সুযোগে ১০০-র বেশি রানও করেছেন। গতকাল রিসব পন্ত ম্যান অফ দ্যা ম্যাচ-এর পুরস্কার জিতলেও অনেকেরই ধারণা তা আসলে প্রাপ্য ছিল হার্দিকের।
<span;>কাল বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং লাইন আপকে যেন নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ শামি কোনো উইকেট পাননি। কিন্তু তিনি মাঝের ওভার গুলিতে দুর্দান্ত বোলিং করে তিনটি মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। জস বাটলার, জেসন রয়,বেন স্টোকস এবং লিয়াম লিভিংস্টোনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের উইকেট তার ঝুলিতে আসে।
<span;>অপরদিকে কাল ভারতীয় টপঅর্ডার আরও একবার ব্যর্থ হয়েছিল। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ১৭ রানে আউট হন। মাত্র এক রানে আউট হন শিখর ধাওয়ান। এই সময়ে ব্যাট করতে নেমে রিশভ পন্ত নিজের স্বাভাবিক খেলা খেলতে না পেরে রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন। সেই সময় তার ওপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দেন হার্দিক পান্ডিয়া নিজের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে। নিজের অষ্টম অর্ধশত রান করে তিনি ম্যাচ ধীরে ধীরে ইংল্যান্ডের কবল থেকে ছিনিয়ে নিয়ে আসেন।
<span;>চোট সারিয়ে ফেরার পর থেকে যেন আলাদাই ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে গোটা মরশুম ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ ছিলেন তিনি। আইপিএল ফাইনালে নিজের বোলিংয়ের মাধ্যমে নজর কাড়েন গুজরাট অধিনায়ক। এরপর ভারতীয় দলের হয়েছে কটা সিরিজে ব্যাট করেছেন প্রত্যেকটা সিরিজেই নজর কেড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়ার এই ফর্ম স্বস্তি দেবে রোহিত শর্মাকে।