বিশ্বকাপের আগে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট অধিনায়ক রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ম্যানচেস্টারে রবার জিততে প্রথম ইনিংসের শেষে ভারতের প্রয়োজন ছিল ২৬০ রানের। ৪৭ বলে এবং ৫ উইকেট হাতে রেখেই সেই কাজটি সম্পন্ন করেন রিশভ পন্থরা। যার ফলে ইংল্যান্ডের মাটিতে পা রাখার পর টেস্ট সিরিজ টি কব্জা করতে না পারলেও পরপর দুটি সীমিত ওভারের সিরিজটিতে সফল ইংল্যান্ড সফর সম্পন্ন করলো ভারত। এবং এই পারফরম্যান্সের পর ভারতীয় দলকে নিয়ে সন্তুষ্ট ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

<span;>ভারতীয় অধিনায়ক জানিয়েছেন যে টিম তার প্রত্যাশামতোই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তিনি অত্যন্ত সন্তুষ্ট। তারা সাদা বলে ক্রিকেটে একটি বার্তা দিতে চেয়েছিলেন বিশ্বকে, যা তারা দিতে পেরেছেন বলেই মনে করেন ভারত অধিনায়ক। কিছু জায়গায় অবশ্যই এখনও উন্নতি প্রয়োজন আছে কিন্তু এই মুহূর্তে দল যে জায়গায় রয়েছে তাতে খুশি না হয়ে উপায় নেই বলে জানিয়েছেন তিনি।

rohit india 1

<span;>ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের লক্ষ্য কী হতে চলেছে সেটাও ইঙ্গিত দিয়ে দিয়েছেন তিনি। হিটম্যান বলেছেন, “ভারতীয় স্কোয়াডের বেঞ্চে এখনও এমন কিছু তারকা ক্রিকেটার বসে আছেন যারা নিজেদের জন্য সুযোগের অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজ সফর তাদের দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ। ভারতের স্কোয়াডের গভীরতা বাড়ানোর এর চেয়ে ভাল সুযোগ আর পাওয়া যাবে না। চোট আঘাত থাকবেই, তাই ভারতীয় দলের লক্ষ্য হাতে প্রয়োজনীয় ব্যাক আপ তৈরি রাখা।”

<span;>প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। এই একদিনের সিরিজে অনেক নামিদামি তারকা এই বিশ্রামে থাকছেন। তারা আবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরবেন। রোহিত শর্মার কথা থেকে স্পষ্ট যে ইংল্যান্ড সিরিজ এরপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কে তারা পরীক্ষা নিরীক্ষা চালাও আর একটা উপায় হিসেবে বেছে নিচ্ছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর