প্রবল বৃষ্টির পূর্বাভাস উত্তরে, বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গেও, জেনে নিন আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : আবারও প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ (North Bengal)। দক্ষিনবঙ্গের (South Bengal) পরিস্থিতি তথৈবচ। আবহাওয়ার (Weather Update) রঙ বদলাবার আশু কোনও সম্ভবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৬%
বাতাস :  ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৮%

আজকের আবহাওয়ার খবর : সকাল থেকেই কলকাতার আকাশ জুড়ে চলছে মেঘ-রোদের লুকোচুরি। কখনও ‘আকাশ জুড়ে মেঘ করেছে’-র মতো অবস্থা। আবার কখনও মেঘের বুক চিড়ে ঠিকরে পড়ছে কড়া রোদের ঝলক। আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। তাই বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি। রবিবার দিনের তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। রবিবার রাতের তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৬.৩ মিলিমিটার।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর : উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামি ২০ জুলাই থেকেই ভারী বৃষ্টিতে ভাসবে পার্বত্য জেলাগুলি। আবাহাওয়া দফতর জানাচ্ছে প্রায় সাত থেকে আট ডিগ্রি বেড়ে গেছে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রা। তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। বিগত পাঁচ বছরে এমন ঘটনা এই প্রথম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অপরদিকে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একটি নিম্নচাপ বিরাজ করছে। যার অবস্থান দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা পর্যন্ত। মৌসুমী অক্ষরেখার নিজস্ব অবস্থান থেকে এই নিম্নচাপ রয়েছে একটু দক্ষিনে। তাই গোটা বঙ্গে এর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়বে না। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ কিছু জেলাতেও জায়গায় জায়গায় হালকা বৃষ্টিপাত হবে।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় প্রবল দেখতে চলেছে পাহাড়ের জেলাগুলি। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দুপুরের পর হালকা বৃষ্টিতে শহরের বুকে কিছুটা শান্তি মিলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর