আর ৭-৮টা খোরপোশের টাকা ঢুকলেই রোলস রয়েস কিনতে পারবেন, নোংরা আক্রমণ শ্রাবন্তীকে

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলারদের প্রিয়তম শিকার হলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (Srabanti Chatterjee)। তিনি যাই পোস্ট করেন, সেটা নিজের অভিনয়ের কেরিয়ার সংক্রান্ত হোক বা অতীতের স্বল্প রাজনৈতিক কেরিয়ার, ট্রোল শ্রাবন্তীর চিরসঙ্গী। সম্প্রতি একটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।

আপাতত তিনি মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। কিছুদিন আগে একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন শ্রাবন্তী। বহুমূল‍্য গাড়িটির গায়ে হাত দিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন দেখার সাহস থাকলে করার সিদ্ধান্তও নিন।’

Srabanti Chatterjee a
কমেন্টে অভিনেত্রী মিমি চক্রবর্তী মজা করে লিখেছেন, ‘কিনে ফেল, তারপর আমাকে ঘুরতে নিয়ে চল।’ উত্তরে আবার শ্রাবন্তী লিখেছেন, ‘চলো যাই মামনি।’ তবে নেটিজেনরা এই ছবিতেও কটাক্ষ করতে ছাড়েননি শ্রাবন্তীকে। একজন পরামর্শ দিয়েছেন, গাড়িটার মালিককে বিয়ে করে নিন। তাহলেই স্বপ্নপূরণ হয়ে যাবে‌। আরেকজনের কটাক্ষ, মাস গেলে আর মোটামুটি সাত আটটা খোরপোশের টাকা ঢোকা শুরু হলেই কিনে ফেলা যাবে।

https://www.instagram.com/p/Cf3HWMLhCGR/?igshid=YmMyMTA2M2Y=

আসলে শ্রাবন্তীর ব‍্যক্তিগত জীবন, একাধিক বিয়ে বরাবরই চর্চার কেন্দ্রে থাকে। তৃতীয় বারে রোশন সিংকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু গত প্রায় দু বছর ধরে শ্রাবন্তীর থেকে আলাদা থাকছেন রোশন। এখনো পর্যন্ত দুজনের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে।

https://www.instagram.com/p/CgGbaY8BiZf/?igshid=YmMyMTA2M2Y=

শোনা যাচ্ছে, রোশনের থেকে খোরপোশও দাবি করেছেন শ্রাবন্তী। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি। রোশনের আইনজীবী জানিয়েছেন, রোশনের থেকে প্রতি মাসে ৭ লক্ষ টাকা করে খোরপোশ চেয়েছেন শ্রাবন্তী। যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর