বাংলাহান্ট ডেস্ক: রাজ্যের শাসক দলের শহিদ দিবস উদযাপনের আগেই অশান্তির আঁচ পাওয়া গেল টিটাগড়ে (Titagarh)। সম্প্রতি কয়েকটি বোমাবাজির ঘটনা আশান্তির পরিবেশ সৃষ্টি করছে টিটাগড় এলাকায়। এবার অশান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
এদিন টিটাগড়ে একুশে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন রাজ। মঞ্চ থেকেই বিধায়ক সুর চড়ান দুষ্কৃতীদের বিরুদ্ধে। তিনি বলেন, টিটাগড়কে তিনি অশান্ত হতে দেবেন না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বোমাবাজির মতো ঘটনা ঘটানো হচ্ছে। রাজ বলেন, তিনি ভিডিওতে দেখেছেন, ছোট ছোট ছেলেরা বোমা নিয়ে দৌড়াচ্ছে। আড়ালে থেকে কেউ বা কারা দুষ্কৃতীদের সাহায্য করছে বলে দাবি করেছেন রাজ।
একুশে জুলাইয়ের ঠিক আগে আগে ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক জায়গায় গুলি, বোমা চলার অভিযোঘ ওঠে। সভামঞ্চ থেকে ওইসব ঘটনারই তীব্র নিন্দা করেছেন রাজ। তাঁর স্পষ্ট অভিযোগ, টিটাগড়কে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।
সেই সঙ্গে ব্যারাকপুরের বিধায়ক এও বলেন, তিনি লড়াই করেই বড় হয়েছেন। তাই লড়তে ভয় পান না। গত ১৫ মাসে কোনো অশান্তির ঘটনা ঘটেনি টিটাগড়ে। তাহলে হঠাৎ এখন কেন এমন হচ্ছে? রাজ বলেন, আড়ালে থেকে দুষ্কৃতীদের মদত দেওয়া হচ্ছে। পুলিসকে তিনি অনুরোধ করেছেন কড়া হাতে মোকাবিলা করতে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে সম্প্রতি কলকাতায় ফিরেছেন রাজ। রথযাত্রার দিন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ছেলে ইউভানকে নিয়ে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তিনি। সেখান থেকে জামাইকা ঘুরে সম্প্রতি কলকাতায় ফিরেছেন রাজ শুভশ্রী।