শ্রীলঙ্কার মাটিতে শেন ওয়ার্নের “বল অফ দ্য সেঞ্চুরির” স্মৃতি ফেরালেন পাকিস্তানের ইয়াসির শাহ! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্টে শেন ওয়ার্নের স্মৃতি ফেরালেন ইয়াসির শাহ। শ্রীলঙ্কার তারকা ব্যাটার কুশল মেন্ডিসকে এমন ভাবে বোল্ড করলেন পাকিস্তানের তারকা পেসার, যে তা মনে করিয়ে দিলো মাইক গ্যাটিংয়ের অস্ট্রেলিয়ান কিংবদন্তির শিকার হওয়ার ঘটনা। ১৯৯৩ সালের ৪ঠা জুন শেন ওয়ার্নের সেই ডেলিভারিটি “বল অফ দ্য সেঞ্চুরি” নামে পরিচিত।

১৯৯৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যাসেজের ম্যানচেস্টার টেস্টে সেবার ওই মারাত্মক বলটি করেছিলেন তিনি। লেগ স্টাম্পের বাইরে বল ফেলে স্পিন করিয়ে ডান হাতি মাইক গ্যাটিংয়ের অফস্টাম্প নাড়িয়ে দিয়েছিলেন তরুণ শেন ওয়ার্ন। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল গ্যাটিংয়ের মতোই। হতাশ হয়ে অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে প্যাভিলিয়নে ফিরেছিলেন গ্যাটিং।

এবার শ্রীলঙ্কার গলে ৭৬ রানে ব্যাট করতে থাকা কুশলের সাথে তেমনটাই করলেন ইয়াসির। বল লেগ স্টাম্পের বাইরে পড়ায় সেই লাইনেই বলটি ডিফেন্ড করতে গিয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু তাকে হতবাক করে বলটি অনেকটা টার্ন করে অফস্টাম্প নাড়িয়ে দিয়ে চলে যায়। কুশলের সাথে সাথে গোটা স্টেডিয়াম অবাক হয়ে যায় এই অবিশ্বাস্য কান্ড দেখে।

তবে কুশল মেন্ডিস আউট হলেও দীনেশ চান্ডিমালের অপরাজিত ৯৪ রানে ভর করে ৩৪১ রানের লিড নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের শেষে তাদের লিড ছিল ৪ রানের। ৩৪১ রান তাড়া করতে নেমে প্রতিবেদনটি লেখার সময় পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৬৮। হাতে এখনও দেড় দিন সময় রয়েছে বাবরদের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর