বাংলাহান্ট ডেস্ক : কেমন হবে যদি আপনার ঘড়ি চলতে চলতে হঠাৎ সময় বদল করে ফেলে? কিংবা আপনার গাড়ির স্পিডোমিটারের কাঁটা হঠাৎ করে গাড়ির গতিবেগের সাথে অসামঞ্জস্য ফলাফল দেয়? আবার ধরুন হঠাৎ করেই আপনার গাড়ি নিজে থেকেই স্টার্ট হয়ে গেল? ঘটনা গুলো শুধু একজন না একাধিক মানুষের সাথে যদি ঘটে তাহলে আপনি একে কি ব্যাখ্যা দেবেন? ভাবছেন কোন ভূতের গল্প শোনাচ্ছি? একদম না! আপনাদের আজকে যে খবর বলতে যাচ্ছি সেই খবরের সত্যতা আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। তার জন্য আপনাকে বিদেশ বিভূঁইয়েও যেতে হবে না।
রাঁচি – টাটা এন এইচ-এ অবস্থিত তাইমারা উপত্যকা। যে উপত্যকাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়ায় আজকাল আলোচনার অন্যতম বস্তু হয়ে উঠেছে এই উপত্যকা। ক্রমে বৃদ্ধি পেয়েছে মানুষের মনে এই উপত্যকা নিয়ে উন্মাদনা। এই উপত্যকাকে নিয়ে কেউ কেউ তার ব্যক্তিগত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন মানুষের অভিজ্ঞতাও ভিন্ন। এই উপত্যকা নিয়ে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরাও।
বিশেষজ্ঞদের মতে রাঁচির এই অঞ্চলটিতে কোন ধরনের চৌম্বক শক্তি কাজ করে। যে শক্তির প্রভাবে সব ধরনের ঘড়ি, গাড়ি এমনকি ইলেকট্রনিক্স দ্রব্য প্রভাবিত হয়। এর ফলে সেগুলি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে।
রাঁচি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ডাঃ নীতীশ প্রিয়দর্শী জানিয়েছেন, তিনি এই ব্যাপারে কিছু অভিজ্ঞতার খবর পেয়েছেন। তিনি বলেন তার এক বন্ধু ২০২২ এর ১১ ই জানুয়ারি ওই অঞ্চল দিয়ে একবার গাড়ি চালিয়ে যাচ্ছিল। তখন তার ফোনে একটি কল আসে। বন্ধুটি গাড়ি চালানোর জন্য কলটি রিসিভ করতে পারেননি। এরপর খানিক দুরে গিয়ে যখন তিনি মোবাইল স্ক্রিনে চোখ রাখেন তখন দেখেন যখন কলটি এসেছিল তার সময় দেখাচ্ছে ২৭শে আগস্ট ২০২৩ এবং টাইম দেখছিল ৩:৪৫ মিনিট! এছাড়াও এই ধরনের ঘটনা আরো বহু মানুষের সাথে ঘটেছে বলে তিনি জানিয়েছেন।
এছাড়াও ওই এলাকার বাতিস্তম্ভগুলি বিভিন্ন সময় কেঁপে কেঁপে ওঠে। বিশেষজ্ঞ ও স্থানীয় বাসিন্দাদের মতে ওই এলাকায় বিশেষ চুম্বক শক্তি কাজ করার জন্য এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকতে পারে। ওই এলাকার চুম্বক শক্তি নিয়ে এখনো গবেষণা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।