দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ODI ক্রমতালিকায় ২৫ ধাপ এগিয়ে এলেন পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জিতেছে রোহিত শর্মার ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতলেও ওডিআই সিরিজের শেষ ম্যাচ অবধি লড়াই গড়িয়েছিল। শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া এবং রিশভ পন্থের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে ভারতীয় দল ওডিআই সিরিজ জিততে পেরেছিল।

রিশভ পন্থ নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান পেয়েছিলেন এবং ১১৩ বলে ১২৫ রান করে ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছিলেন শেষ ম্যাচে। এই সফরে ইংল্যান্ড সফরে দুবার শতরান পেয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি এর আগেও বেশ কিছু অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন কিন্তু ওয়ান ডে ক্রিকেটে নিজের পরিচিত ছন্দে তাকে দেখা যেত না। কিন্তু এই সফরে তার দুর্দান্ত সেঞ্চুরিটি তাকে র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে নিয়ে এসেছে।

pant hardik

রিশভ পন্থ ২৫ ধাপ এগিয়ে এসে আপাতত ওয়ানডে ব্যাটাদের তালিকায় ৫২ তম স্থানে রয়েছেন। তিনি টেস্ট ক্রিকেটে যতটা দুর্দান্ত পারফরমেন্স এই হিসেবে দেখতে গেলে ওয়ানডে ক্রিকেটে তার এই র‍্যাঙ্কিং তার সুনাম এর প্রতি সুবিচার করে না। কিন্তু একবার যখন ছন্দ পেয়ে গিয়েছেন তখন পরবর্তীতে তার আরও ক্রমতালিকায় উন্নতি ঘটবে এমনটা আশা করাই যায়।

অপরদিকে বোলারদের তালিকায় ২৫ ধাপ এগিয়েছেন হার্দিক পান্ডিয়া। ম্যানচেস্টারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর তার বোলার হিসেবে র‍্যাঙ্ক এখন ৭০। ভারতীয়দের মধ্যে ১৬ তম স্থানে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার স্বরূপ শীর্ষস্থানে উঠে এসেছেন বুমরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর