পেটের দায় বড় দায়, একসময় দক্ষিণকে তুচ্ছ তাচ্ছিল‍্য করে এখন সেখানেই কাজের আশায় করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কাপুর পরিবারের মেয়ে, পতৌদি খানদানের বধূ, গর্বে মাটিতে পা পড়ে না করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan)। বলিউডে তাঁর ‘গার্লস গ‍্যাং’ এর দুর্ব‍্যবহারের কথা ইন্ডাস্ট্রিরই অনেকে স্বীকার করেছেন। অনুরাগীদের সঙ্গেও খুব একটা ভাল ব‍্যবহার করেন না করিনা। এমনকি জানা যায়, প্রথম সারির অভিনেতা ছাড়া, কোনো বহিরাগতর সঙ্গে কাজও করতে চান না তিনি।

বলিউড তারকাদের বিরুদ্ধে অনেকবার অভিযোগ উঠেছে কুয়োর ব‍্যাঙ হওয়ার জন‍্য। নিজের ইন্ডাস্ট্রির বাইরের তারকাদের অবহেলা করার জন‍্য সমালোচিতও হয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন বেবোও। তামিল ইন্ডাস্ট্রির অত‍্যন্ত জনপ্রিয় অভিনেতা সুরিয়াকে চেনেন না বলে অহংকার করে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি।


এই ঘটনা অবশ‍্য বেশ কয়েক বছর আগেকার। ২০১৪ সালে যখন সুরিয়ার ‘অনজান’ ছবিটি মুক্তির অপেক্ষায়, তখন খবর রটেছিল ওই ছবিতে নাকি করিনাও একটি বিশেষ আইটেম নাম্বার করবেন। করিনাকে যখন এ ব‍্যাপারে প্রশ্ন করা হয়েছিল তখন রীতিমতো ফেটে পড়েছিলেন তিনি।

ক্ষিপ্ত হয়ে অভিনেত্রী বলেছিলেন, এই ধরণের ভিত্তিহীন গুজব কীভাবে ছড়ায় তা তিনি জানেন না। এমন কোনো ছবি সাইন করা তো দূরের কথা, সুরিয়া কে সেটাই তিনি জানেন না। করিনা জোর গলায় বলেছিলেন, হিন্দি ছাড়া অন‍্য কোনো ভাষার ছবিতে অভিনয় করার বিন্দুমাত্রও ইচ্ছা তাঁর নেই। তবে তিনি এও জানিয়েছিলেন, দক্ষিণী ইন্ডাস্ট্রি, মরাঠি, বাংলায় যেসব ছবি হচ্ছে তা তাঁ ভাল লাগে‌। কিন্তু ওইসব ছবিতে অভিনয় করতে হলে ভাষাগুলো শিখতে হবে তাঁকে।

তার পরপরই অবশ‍্য ট্রোল হয়ে সুর বদলেছিলেন করিনা। সম্পূর্ণ পালটি খেয়ে সাফাই দিয়েছিলেন, তিনি বলতে চেয়েছিলেন যে সুরিয়াকে তিনি ব‍্যক্তিগত ভাবে চেনেন না। তবে তিনি এটা তো জানেন যে সুরিয়া তামিল ইন্ডাস্ট্রির অন‍্যতম বড় অভিনেতা।

এবার বর্তমানে ফিরলে, গুঞ্জন শোনা যাচ্ছে প্রভাসের সঙ্গে একটি তেলুগু ছবিতে কাজ করতে চলেছেন করিনা। গত দেড় বছর ধরেই দেখা যাচ্ছে দক্ষিণী ছবির উত্থান। বলিউডের বহু তারকাও দক্ষিণের দিকে পাড়ি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে কেরিয়ার টিকিয়ে রাখতে করিনাও বাধ‍্য হয়ে দক্ষিণমুখী।

X