বাংলা হান্ট নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে তৃণমূলের শহীদ দিবসের ধর্মতলা সমাবেশ। ১৮, ১৯ তারিখ থেকেই তৃণমূল সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সভাস্থলে আসতে শুরু করে দিয়েছেন। এবারের সমাবেশে ১ লাখেরও বেশি মানুষের ভিড় হবে বলে অনুমান করছে তৃণমূল নেতৃত্ব। এর জন্য ময়দানের আশেপাশের বিভিন্ন গাড়ি এবং বাস রাখার ব্যবস্থা করা হয়েছে। আগে ময়দানেই প্রচুর তৃণমূল সমর্থক রা খাওয়া-দাওয়া করবেন। ফলে ময়দানের মাঠ গুলির প্রবলভাবে নোংরা হওয়ার আশঙ্কা যার জন্য তিন দিন বন্ধ থাকবে কলকাতা লিগের পঞ্চম ডিভিশনের ম্যাচ।
এমনিতেই পঞ্চম ডিভিশনের ম্যাচগুলোতে মাঠে খেলা হয় সেই মাঠগুলো অবস্থা খুবই করুন। বর্ষাকালে মাঠগুলোতে বল গড়াতে সমস্যা হয়। ফলে গাজোয়ারি ফুটবল চলে যাতে ফুটবলারদের আহত হওয়ার সম্ভাবনা থাকে। এই বছরও এমন ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। কোন গোদের ওপর বিষফোঁড়া স্বরূপ একুশে জুলাই তৃণমূলের সমাবেশ। মাঠের অবস্থা আছে আরও করুণ হবে তাতে সন্দেহ নেই তাই ফুটবলারদের কথা চিন্তা করে ২৫শে জুলাই অবধি ফুটবল বন্ধ রাখার পরিকল্পনা করেছে আইএফএ।
প্রসঙ্গত গত ২ বছর করোনাভাইরাস এর প্রকল্পের কারণে সমাবেশ আয়োজন করা যায়নি। তৃণমূলের তরফ থেকে ভার্চুয়ালি একুশে জুলাই এই কর্মসূচি পালন করা হয়েছিল ২০২০ এবং ২০২১ সালে। তবে এবার ধর্ম তলায় নির্দিষ্ট জায়গাতেই হতে চলেছে সমাবেশ। স্বাভাবিকভাবেই উৎসাহিত এনামুল কর্মীরা। ফলে মাঠ গুলির উপর যে প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত এই বিষয়ে বলেছেন, “মার্চে ক্ষতিগ্রস্ত হবে তাতে কোন সন্দেহ নেই এবং সেই জন্যই ফুটবলারদের কথা চিন্তা করে আমরা 25 জুলাই অবধি ম্যাচ বন্ধ রেখেছি। ২৪শে জুলাই ও ম্যাচ থাকছে তবে কলকাতার ময়দানে নয়। মাঠ পুরোপুরিভাবে আগের অবস্থায় এনে তবেই আমরা ফুটবলারদের সেখানে নামটা দিতে পারি। কলকাতা লিগ সম্পূর্ণ হতে যাতে অসুবিধা না হয় সে বিষয়টা আমরা দেখব।”