পিছিয়ে পড়া দেশ ভারত, মেয়েদের স্বাধীনতা নেই, জন্মভূমিকে ছোট করে আমেরিকার গুণগান করেছিলেন মল্লিকা

বাংলাহান্ট ডেস্ক: মুখে কিছুই বাঁধ মানে না মল্লিকা শেরাওয়াতের (Mallika Sherawat)। তাঁর অভিনীত চরিত্রগুলি যতটা বোল্ড, বাস্তব জীবনেও তিনি ঠিক তেমনি সাহসী, বিতর্কিত। মনের কথা মনে চেপে রাখতে পছন্দ করেন না মল্লিকা। বেফাঁস কথা বলে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। একবার ভারতকে মহিলাদের জন‍্য পিছিয়ে পড়া বলে মন্তব‍্য করে তুমুল সমালোচিত হয়েছিলেন‌।

বলিউডে সাহসী ঘরানার চরিত্রে অভিনয়ের পর বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন মল্লিকা। তারপর তিনি হলিউড মুখো হন। তবে সেখানে তেমন আধিপত‍্য কায়েম করতে পারেননি তিনি। ২০১৩ সাল নাগাদ এক সাক্ষাৎকারে অভিনেত্রী ভারত আর আমেরিকার মধ‍্যে তুলনা করেছিলেন।

mallika sherawat
তিনি দাবি করেছিলেন, মার্কিন মুলুকে অনেক স্বাধীন ভাবে জীবন যাপন করা যায়। কিন্তু ভারতে ফিরলেই তাঁর মন খারাপ হয়ে যায়। কারণ এই দেশ পিছিয়ে পড়া। মহিলাদের সম্মান করতে জানে না। পুরনো মানসিকতা রয়েছে এখানে। একজন স্বাবলম্বী মহিলা হিসাবে খুব খারাপ লাগে বলে মন্তব‍্য করেছিলেন মল্লিকা।

তাঁর এই মন্তব‍্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। নিজের দেশ, নিজের কর্মক্ষেত্র নিয়ে এমন অপমানজনক মন্তব‍্য করায় তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন মল্লিকা। এমনকি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও কথা শুনিয়েছিলেন তাঁকে। দু বছর পর UNICEF এর একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেছিলেন, ভারত একটি উন্নয়নশীল দেশ। কন‍্যা সন্তানকে শিক্ষার আলো দেখিয়ে ভবিষ‍্যৎ গড়ার কথা বলা হয় এখানে। বিশ্ব দরবারে ভারতকে ভুল ভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী।

মল্লিকার বিরুদ্ধে সরাসরি তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছিলেন, “একটা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে মহিলাদের জন‍্য পুরনো মানসিকতার দেশ বলা অত‍্যন্ত নিন্দনীয়। আমি ভীষণই ক্ষুব্ধ। মল্লিকার সঙ্গে আমি একেবারেই সহমত নই। একজন মহিলা হিসাবে, ভারতে জন্ম নেওয়া একজন মেয়ে হিসাবে আমি বিষন্ন। আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে মনে করি।”


Niranjana Nag

সম্পর্কিত খবর