তাহলে মুখ্যমন্ত্রী মেনে নিলেন যে, তৃণমূলের নামে টাকা তোলা হয়! কটাক্ষ সুকান্ত মজুমদারের

বাংলাহান্ট ডেস্ক : মুড়ির উপর জিএসটি বসানোকে কেন্দ্র করে একুশে জুলাই এর মঞ্চ থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার পাশাপাশি মঞ্চে এক সাধারণ দর্শকের কাছ থেকে মুড়ি নিয়ে প্রতিবাদও জানান তিনি। কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, “মুড়িতে জিএসটি, চিঁড়েতে জিএসটি, হাসপাতালে ভর্তি হলে জিএসটি, এই জিএসটি ফিরিয়ে নাও নয়তো মোদি সরকার বিদায় নাও।”মুখ্যমন্ত্রীর এই ঘটনাকে পুরোটাই “নাটক” বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

একুশে জুলাই এর সভামঞ্চ থেকে তৃণমূলের টাকা তোলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার মেনেই নিলেন যে একুশে জুলাই উপলক্ষে টাকা তোলা হয়।” তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

একুশে জুলাই এর সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “কেন্দ্র বাংলাকে তার নায্য টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। গরিব মানুষগুলো কাজ পাচ্ছে না।” বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা বলেন, “মুখ্যমন্ত্রী যে কতটা গরিবের প্রতিনিধি তা তার পরিবারের সম্পত্তির বহর দেখলেই বোঝা যায়। আমাদের প্রধানমন্ত্রী সত্যিকারের গরিব দরদী বলে ৮০ কোটি মানুষকে বিনামূলের রেশন দিয়েছেন। করোনার ডোজ বিনামূল্যে দিচ্ছেন। পেট্রোল ডিজেলের দাম দু’বার কমিয়েছেন।”

এরই সঙ্গে সুকান্ত মজুমদার সিপিএমকে আক্রমণ করে বলেন, “এখন কালীঘাট আর আলিমুদ্দিন একসাথে হাত ধরাধরি করে চলছে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর