বাংলাহান্ট ডেস্ক : তীব্র প্যাচপ্যাচে গরম, আকাশে সাদা-কালো মেঘের আনাগোনা মাঝে দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভবনা। এটাই দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র বিগত এক মাস ধরে। আজও তার ব্যতিক্রম কিছু নেই। অপরদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমছে বৃষ্টির দাপট। সঙ্গে বাড়ছে গরম। শহর কলকাতায় (Kolkata Weather Report) বৃষ্টি নিয়ে আশার খবর এখনও পর্যন্ত শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ১৩কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৬%
আজকের আবহাওয়া : গতকাল শহীদ দিবসে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিও নেমেছিল শহর কলকাতায়। তবে তা ক্ষণিকেরই আশা। স্থায়ী হয়নি সেই বৃষ্টি। আজও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার। তবে তা মুষলধারা রূপ নেবে না বলেই জানাচ্ছে মৌসম ভবন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শহরের আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় ৮৭ শতাংশ। সারাদিনই প্রায় প্যাচপ্যাচে গুমোট গরমে নাকাল হবেন শহর কলকাতার মানুষ। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবর রাতের তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সন্ধ্যার পর কয়েক পশলা বৃষ্টি হলে শহর কলকাতার তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৭.৩ মিলিমিটার।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে বদলাতে চলেছে আবহাওয়ার ছবি। গত জুন মাস থেকেই অবিরত বৃষ্টিতে ভিজেছে পাহাড়ের জেলাগুলি। সৃষ্টি হয়েছে বন্যার পরিস্থিতিও। ফুলেফেঁপে উঠেছিল তিস্তা, তোর্সা সহ পাহাড়ি নদীগুলি। কিন্তু এবার এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ধীরে ধীরে কমছে বৃষ্টির সম্ভবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তার প্রভাব আর আগের মতো থাকবে না বলেই মনে করা হচ্ছে।
অপরদিকে চাতক পাখির মতো অবস্থা দক্ষিণবঙ্গের মানুষদের। মুষলধারে বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা গুমোট গরমকে আরও অসহ্য করে তুলেছে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই দেখা গেছে বৃষ্টির ঘাটতি। জুলাই মাস শেষ হতে চললেও বৃষ্টি কবে হবে তা নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় বেশ কিছুটা বদলাবে উত্তরবঙ্গের আবহাওয়ার রূপ। বৃষ্টি কমবে। সঙ্গে পাল্লা দিয়ে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে জেলাগুলিতে। অপরদিকে, দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বাড়তে। বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।