ইডির সাড়ে সাত ঘন্টার জেরায় ‘অসুস্থ’ পার্থ, পিজির চিকিৎসকে ডাক মন্ত্রীর আইনজীবীর

বাংলাহান্ট ডেস্ক : আজ সকালেই ইডি (ED) হানা দেয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Patha Chatterjee) বাড়িতে। জানা যাচ্ছে ইডির তল্লাশি চলাকালীনই ‘অসুস্থ’ হয়ে পড়েন শিল্পমন্ত্রী (Industry Minister of WB) পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ সূত্রের খবর, নাকতলার বাড়িতেই চিকিৎসকদের ডেকে পাঠান পার্থর আইনজীবী।

আরও জানা যাচ্ছে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা পার্থর বাড়িতে উপস্থিত হয়েছেন। শোনা যাচ্ছে, পার্থর ইসিজি করারও পরামর্শ দিয়েছেন পিজির চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত মন্ত্রী বা ইডির পক্ষ থেকে এ বিষয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি।

শুক্রবার দুপুরে হাইকোর্টের এক আইনজীবীকে পার্থের বাড়িতে ঢুকতে করতে দেখা যায়। তার দশ মিনিটের মধ্যেই তিনি বেরিয়েও যান। বেরোনোর সময় তিনি কিছুই বলেন নি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দেন, শিল্পমন্ত্রী আপাতত ভাল আছেন।

শুক্রবার সকাল থেকে প্রায় আট ঘণ্টা ধরে নাকতলায় শিল্পমন্ত্রীর বাড়িতে সিআরপিএফকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এসএসসি মামলায় দুর্নীতির তদন্তেই পার্থর বাড়িতে ইডি তল্লাশি করছে বলেই খবর পাওয়া যাচ্ছে। দুর্নীতিতে আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হবে।

আগেও এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন পার্থ। তবে এই প্রথম বার ইডির তদন্তের মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি-সহ মোট ১৩টি জায়গায় ইডি হানা দিয়েছে ইডি।

ইডির অভিযান বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ইডির এত তৎপরতা আগে কখনও দেখিনি। রাজনৈতিক নেতাদের হেনস্থা করাই বিজেপির হাতিয়ার। বাংলায় বিজেপির কিছুই নেই। বাংলার বিজেপির শক্তি এই ইডিই। গত কাল আমরা কেন্দ্রকে আক্রমণ করেছি। লড়াই শুরু হয়ে গিয়েছে। তাই প্রতিহিংসার রাজনীতি করছে ওরা।’


Sudipto

সম্পর্কিত খবর