আজ ৩ উইকেট পেলেই কপিল দেবের রেকর্ড ভেঙে দেবেন রবীন্দ্র জাজেদা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। বেশিরভাগ নামিদামি তারকাই এই সিরিজে বিশ্রামে থাকলেও কয়েকজন সিনিয়র প্লেয়ার রয়েছেন যারা এই ওডিআই সিরিজে অংশ নিচ্ছেন। যেমন অধিনায়ক হিসেবে থাকছেন সিনিয়র এবং তারকা ওপেনার শিখর ধাওয়ান। খাবারের পরে এই একদিনের সিরিজে সবচেয়ে বেশি অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার যিনি থাকছেন তিনি হলেন রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ড সিরিজটি ব্যাট হাতে জাদেজার জন্য দুর্দান্ত গেলেও বল হাতে হয়তো অতটা ভালো যায়নি। চাহাল থেকে শুরু করে স্বামী এবং তোমরা মতো অভিজ্ঞ ভারতীয় বোলাররা যেখানে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপকে কার্যত ধ্বংস করে দিয়েছেন সেখানে জাদেজার পরিসংখ্যান খুবই সাদামাটা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল হাতে ভালো পারফরম্যান্স করতে চাইবেন তিনি।

jadeja odi

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে একটি বড় মাইলফলক পেরিয়ে যেতে পারেন জাদেজা। কপিল দেবের গড়া এই রেকর্ডটি এখন জাদেজা নিজের নামে করে নিতে পারেন। বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজের কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ফরম্যাটে বল হাতে ৪৩টি উইকেট পেয়েছেন যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ। এই বিশেষ রেকর্ডটি এবার ভেঙে দিতে পারেন বর্তমান ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।

এইমুহূর্তে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৯ টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে রবীন্দ্র জাদেজার। এই ২৯ টি ম্যাচে তিনি ৪১ টি উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯.৮৭ গড়ে ৪.৮৭ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। এই তিন ম্যাচে বা আজকেই আর তিনটি উইকেট নিতে পারলে ভারতীয়দের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন তারকা অলরাউন্ডার।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর