বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির সময়টাকে একেবারেই ভালো যাচ্ছে না। ইংল্যান্ড সফরে মোট ৬ ইনিংস মিলিয়ে তিনি মাত্র ৭৫ রান করতে পেরেছেন। টেস্ট হোক বা ওয়ান ডে বা টি টোয়েন্টি কোন ফরম্যাটেই নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। তারপর থেকেই দেশের সাধারন ক্রিকেট ভক্তদের সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার কোহলির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। বারবার একই ভুল করে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি গুলিকে ছাড়তে না পেরে একইভাবে আউট হওয়ার ধারা বজায় রেখে চলেছেন কোহলি। এই নিয়ে বেশকিছু প্রাক্তন ক্রিকেটার তার বিরুদ্ধে সরব হয়েছেন।
সুনীল গাভাস্কার থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় পেশার আশিস নেহেরা অনেক প্রাক্তন ক্রিকেটার বিরাটের ব্যাটিং নিয়ে নানান রকম মতামত রেখেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। দিলীপ বেঙ্গসরকার, বিরাট কোহলিকে ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারেরর কাছ থেকে শিখতে বলেছেন।
বেঙ্গসরকার বলেছেন, “২০০৪ সালে সচিন যখন বারবার কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হচ্ছিলেন তখন তিনি দেখিয়েছিলেন যে কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। শুধু তাই নয়, একটি ইনিংসে একটাও কভার ড্রাইভ না খেলে তিনি ২৪১ রানের ইনিংস খেলেছিলেন তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিরাটেরও এই ডেডিকেশন দেখানোর ক্ষমতা আছে, ওকে শুধু নিজের ভুলটা বুঝতে হবে এবং সেই মত খাটতে হবে।”
তিনি আরও বলেছেন, “বিরাট সর্বকালের সেরাদের একজন এবং ও এতগুলো বছর ধরে একই পদ্ধতিতে খেলে রান করে গেছে। তো আমার মনে হয় না টেকনিক্যাল কিছু সমস্যার রয়েছে। কিন্তু হ্যাঁ, একইরকম ভাবে আউট হচ্ছে যেটা নিয়ে ওর কাজ করা দরকার। প্রতিপক্ষ কিন্তু ওর দুর্বলতার ওপরই বোলিং করবে, ওকে প্যাডের ওপর বল বা হাফভলি উপহার দেবে না।”