কে এই অর্পিতা মুখোপাধ্যায়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কই বা কী? রইল তাঁর আসল পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি মামলা এবং সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের (Partho Chottopadhyay) গ্রেফতারি মাঝেই সরগরম হয়ে পড়েছে বঙ্গ রাজনীতি। এদিন সকালে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)।

বিগত দুইদিন ব্যাপী এই নাটকের প্রথম সূত্রপাত ঘটে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা গ্রেফতারের মধ্য দিয়ে। তবে শুধু বিপুল পরিমাণ অর্থই নয়, পাশাপাশি বিদেশি মুদ্রা থেকে শুরু করে ২০ টি মোবাইল ফোন এবং একাধিক সোনাও উদ্ধার করা হয়। তবে এ সকল খবর ছাপিয়ে বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী অর্পিতার পারস্পরিক রসায়ন ঘিরে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা। কে এই অর্পিতা মুখোপাধ্যায়?

জানা গিয়েছে, বাংলা, তামিল এবং ওড়িয়া সিনেমায় অভিনয় করার পাশাপাশি মডেলিংয়েও বিশেষ ঝোঁক ছিল অর্পিতার। পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন সময় শরীর চর্চা এবং মডেলিংয়ের একাধিক ছবি পাওয়া গিয়েছে। এর মাঝেই আবার তাঁর সঙ্গে তৃণমূল মহাসচিবের পারস্পরিক রসায়নের দিকটি ক্রমশ উঠে আসতে শুরু করেছে।

পাশাপাশি কলকাতায় নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন অর্পিতা। উল্লেখ্য, এই নাকতলা উদয়ন সংঘ কমিটির প্রধান হিসেবেই পরিচিত পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের পর গোটা বাংলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বলে রাখা ভালো, ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে হাতে খড়ি হয় অর্পিতার। তাঁর প্রথম সিরিয়ালের নাম ‘বিদেহের খোঁজে রবীন্দ্রনাথ’।

সূত্রের খবর, এরপর থেকেই ধীরে ধীরে পার্থর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে অর্পিতার। পরবর্তীতে অভিনেতা জিৎ-এর সঙ্গে ‘পার্টনার’ এবং প্রসেনজিতের ‘মামা ভাগ্নে’ সিনেমায় অভিনয় করার পাশাপাশি বেশ কয়েকটি তামিল এবং ওড়িয়া সিনেমাতেও কাজ করেন তিনি।

বর্তমানে কোটি কোটি টাকা সোনা-গয়না এবং মোবাইল ফোন পাওয়ার পরবর্তী সময়ে এই ঘটনায় স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলার যোগ রয়েছে বলেই সন্দেহ প্রকাশ করেছে ইডি অফিসাররা। এমনকি, পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম এবং পরিচয় লেখা একটি কাগজ উদ্ধারের মাধ্যমে মন্ত্রী-অভিনেত্রীর যোগসূত্র আবিষ্কার করে তারা।

Untitled design 22 5

বর্তমানে ইডি সূত্রের খবর, এক্ষেত্রে এসএসসি মামলায় পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা থাকতেই পারে আর সেই কারণে এদিন দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে অবশ্য পরবর্তীকালে নতুন কি তথ্য উঠে আসে, সেটাই দেখার।

Sayan Das

সম্পর্কিত খবর