বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম একদিনের ম্যাচে তিন রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে ভারতের তোলা ৩০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩০৫ রানের বেশি তুলতে পারেনি। ভারতীয় দলের টপ অর্ডার দুর্দান্ত পারফরম্যান্স করেছে। শুভমান গিল, শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারের অর্ধশত রানের বদান্যতাতেই মূলত ভারত তিনশোর গণ্ডি অতিক্রম করেছিল।
<span;>এরই মধ্যে একটি অনন্য রেকর্ড করে ফেলেছে শ্রেয়স আইয়ার। নিজের শেষ কয়েকটি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দ রয়েছেন তিনি। কাল ৫৭ বল খেলে ৫টি চার এবং দুটি ছক্কা সহযোগে ৫৪ রান করেছেন তিনি। এটি ছিল তার শেষ ৭টি ওয়ান ডে মধ্যে ষষ্ঠ অর্ধশতরান। কাল নিজের ২৫তম একদিনের ম্যাচে অর্ধশতরান করার নিরিখে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। ২৫ টি ওয়ান ডে ম্যাচ খেলার পর বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের ঝুলিতে ছিল যথাক্রমে দশ এবং নয়টি অর্ধশতরান। শ্রেয়সের বর্তমান অর্ধশতরানের সংখ্যা ১১। তবে ২৫ টি ম্যাচ খেলে সর্বাধিক হাফ সেঞ্চুরি করার নিরিখে ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন নভজ্যোঁৎ সিং সিধু (১২)।
<span;>এছাড়া কাল যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে হাজার রানের গণ্ডি অতিক্রম করার রেকর্ড গড়েছেন তিনি। ইংল্যান্ড সফরটা তার খুব একটা ভালো যায়নি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরটা বেশ ভালোভাবেই শুরু করেছেন এই ভারতীয় তারকা। তার আগে এই তালিকায় শুধুমাত্র রয়েছেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান।
<span;>দ্রুততম ভারতীয় হিসাবে ১০০০ রান
<span;>১. বিরাট কোহলি (২৪ ইনিংস)
<span;>২. শিখর ধাওয়ান (২৪ ইনিংস)
<span;>৩. শ্রেয়স আইয়ার (২৫ ইনিংস)
<span;>৪. <span;>নভজ্যোঁৎ সিং সিধু (২৫ ইনিংস)