বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) দুর্নীতি মামলায় এদিন সকালেই ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গতকাল থেকে দীর্ঘ ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলার পর এদিন অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে। আর বর্তমানে এই সংক্রান্ত মামলায় উঠে আসতে শুরু করেছে একাধিক নতুন তথ্য, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
উল্লেখ্য, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা নাকতলাতে একটি নতুন ফ্ল্যাটের খোঁজ মিলেছে। তবে বিলাসবহুল সেই ফ্ল্যাটটি তৃণমূল নেতার নয়, বরং সেখানে তাঁর পোষ্য কুকুররা থাকে বলেই জানা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, বেহালার নাকতলা এলাকাতে এদিন তৃণমূল কংগ্রেস মহাসচিবের একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। তবে সেই বিলাসবহুল ফ্ল্যাটটিতে থাকতেন না পার্থ বরং উক্ত স্থানটি তাঁর পোষ্য কুকুরদের জন্য ক্রয় করা হয়েছিল বলে খবর।
জানা গিয়েছে, নাকতলার ফ্ল্যাটটিতে চারটি কুকুর থাকতো। তবে অতীতে একটি কুকুর মারা যাওয়ায় বর্তমানে সেই সংখ্যা ৩। এমনকি ফ্ল্যাটটিতে সারাদিন ধরে এসি চলতো বলেও খবর সামনে এসেছে। এক্ষেত্রে ‘সিদ্ধি এনক্লেভ’ নামে বিল্ডিংটি নাকতলা শক্তি সংঘ ক্লাবের পার্শ্ববর্তী স্থানে রয়েছে বলে খবর। এই বিল্ডিংটির দ্বিতীয় তলায় পার্থ চট্টোপাধ্যায়ের একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে শীততাপ নিয়ন্ত্রণ রুমের মধ্যেই দিনের পর দিন কুকুরগুলি রয়েছে বলে জানা গিয়েছে।
তবে শুধুমাত্র শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটই নয়, এক্ষেত্রে কুকুরদের দেখাশোনা করার জন্য দুজনকে নিযুক্তও করেন পার্থ চট্টোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, এই বিশাল পরিমাণ অর্থ কোথা থেকে এলো কিংবা এই অর্থের উৎসই বা কি? বর্তমানে এ সকল তথ্য সামনে উঠে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পরবর্তীতে পার্থকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ সকল প্রশ্নগুলি করা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।