বাংলা হান্ট নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন শিখর ধাওয়ানকে ভারতীয় দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সমান মর্যাদা দেওয়া হতো। কিন্তু ক্রমে ক্রমে সেই জায়গা হারিয়েছেন ধাওয়ান। টেস্ট ক্রিকেট থেকে অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে তাকে। টি-টোয়েন্টি ফরম্যাটেও তিনি ব্রাত্য। কিন্তু ওডিআই ফরম্যাটে বাদ পরেও দলে ফিরে এসেছেন ধাওয়ান। শুধু তাই নয়, সেইসঙ্গে ব্যাট হাতে ভালো ছন্দেও রয়েছেন তিনি। ২০২৩ একদিনের ক্রিকেটের বিশ্বকাপে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এই তারকা। কিন্তু তাকে নিয়ে সন্তুষ্ট নন ভারতের এক প্রাক্তন তারকা।
কোহলি, রোহিত সহ বর্তমানে ভারতীয় দলের ৫-৬ জন গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। তাই শিখর ধাওয়ানকে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কারণ তিনি সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।
কিন্তু অজয় জাদেজা মনে করেন ভবিষ্যতের দিকে তাকিয়ে শিখর ধাওয়ানের ওপর ভরসা করা খুব একটা যুক্তিযুক্ত কাজ হচ্ছে না। কারণ ইতিমধ্যেই লোকেশ রাহুল ছাড়া আরও একাধিক ভারতীয় ওপেনারকে ইতিমধ্যেই দেখে নিয়েছে ভারতীয় দল। তাই ভবিষ্যতের কথা ভেবে রোহিত রাহুলের অনুপস্থিতিতে তাদেরকেই সুযোগ দেওয়া উচিত পুরোদমে, এমনটা মনে করেন জাদেজা।
তিনি আরও বলেছেন যে তিনি মনে করেন এইমুহূর্তে সীমিত ওভারের ফরম্যাটে রোহিত শর্মার অধিনায়ক হিসেবে মনোভাবের সাথে মিল খায়না শিখর ধাওয়ানের দলে থাকার ঘটনা। ভারতীয় দল এখন টেস্টের মতোই সীমিত ওভারেও আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলছে যার সাথে ধাওয়ান খাপ খাইয়ে নিতে পারবেন না বলে ধারণা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর