বাংলাহান্ট ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu)। দ্রৌপদীকে শুভেচ্ছো জানিয়ে পুতিন বলেন, ভারতের (India) সঙ্গে রাশিয়ার (Russia) সম্পর্ক সবসময়ই মধুর।দুই রাষ্ট্র মিলেই সুসম্পর্ককে বজায় রাখার সকল প্রচেষ্টা করে থাকি। আশা করি, ভারত-রাশিয়া মধ্যে যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে ভারতের সাংবিধানিক প্রধান হিসেবে আপনি সেই সম্পর্ককে বজায় রাখবেন।
গণনার দিন প্রথম পর্ব থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। প্রথম পর্বেই বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন তিনি। মোট সাংসদের ভোট ৭৪৮টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন। হিসাব মতো তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার। যশবন্ত সিনহা পান ২০৮ জন সাংসদের ভোট। তাঁর মোট প্রাপ্ত ভোটের মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০।
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে ৬৪ শতাংশের বেশি ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশ স্বাধীন হওয়ার পরে জন্ম নেওয়া প্রথম ব্যক্তি তিনিই যিনি দেশের রাষ্ট্রপতি হলেন। এছাড়াও তিনিই এখনও পর্যন্ত দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিও তিনি হয়েছেন। প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ গ্রহন করবেন দ্রৌপদী মুর্মু।
তিনি ব্রহ্মা কুমারীদের ধ্যানের কৌশলগুলির একজন প্রখর অনুশীলন করেন, ২০০৯-২০১৫ এর মধ্যে মাত্র ছয় বছরের মধ্যে তাঁর স্বামী, দুই ছেলে, মা এবং ভাইকে হারানোর পর। তিনি সাঁওতালি এবং ওড়িয়া ভাষায় সাবলীল এবং একজন চমৎকার বক্তাও। তাঁকে নতুন রাষ্ট্রপতি হিসেবে পেয়ে গর্বিত গোটা দেশ।