শুধু কাঁড়ি কাঁড়ি টাকাই নয়, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে মিলল SSC-র অ্যাডমিট কার্ডের বান্ডিল

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতি (SSC Scam) নিয়ে এই মুহুর্তে তোলপাড় গোটা রাজ্য। গতকাল সকাল থেকেই অতিসক্রিয় ইডি (ED)। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার বিকেলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে ২১ কোটি নগদ ও প্রচুর সোনা উদ্ধার করেছেন ইডি-র আধিকারিকরা। শনিবার সকালে ২ জনকেই গ্রেফতার করেছে ইডি। তবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই টাকার যোগ কী তা নিয়ে প্রশ্ন তুলছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু নিজেদের বাঁচানোর সেই জায়গাটুকুও আর রইল না তৃণমূলের। ইডি সূত্রে জানা যাচ্ছে, এসএসসি-র একাধিক অ্যাডমিট কার্ড (SSC Admit Card) উদ্ধার হয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে।

ইডি সূত্রে জানা যাচ্ছে , টাকা গণনার সময় একটি খামে এসএসসি-র বেশ কিছু অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে অর্পিতার আলমারিতে। সেগুলি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। কিভাবে এল এই অ্যাডমিট কার্ডগুলি? সেগুলি অর্পিতার আলমারিতে লুকিয়েই বা রাখা ছিল কেন তা জানতেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী গোয়েন্দারা। আর এই ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে অর্পিতার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার।

শনিবার দুপুর পর্যন্তও শেষ হয়নি নোট গণনা। জানা যাচ্ছে, টাকা গোনার আরও ৩টি যন্ত্র অর্পিতার ফ্ল্যাটের ভিতরে নিয়ে গেছেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ নগদ, প্রায় ৫৯ লক্ষ টাকার সোনা ও ৮০ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে।

এদিকে, শনিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ সহযোগীর’ ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের ঘটনা ‘লজ্জাজনক’। করদাতাদের টাকা এবং কেন্দ্রীয় প্রকল্পের জন্য পাঠানো সমস্ত টাকা লুঠ করে নিয়েছে তৃণমূল। এরই সঙ্গে মমতাকে তোপ দেগে চন্দ্রশেখর বলেন, ‘যে সংস্থাগুলি দুর্নীতি সামনে আনছে, সেইকেন্দ্রীয় সংস্থার ভাবমূর্তি নষ্ট করতে এবং ভয় দেখাতে যে বিভিন্ন দলগুলি কর্মসূচি চালায়, তার নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

Sudipto

সম্পর্কিত খবর