নোটবন্দির সময় নগদ ৪৫ কোটি দিয়ে কেনা হয়েছিল জমি, ঝাঁ চকচকে এই স্কুলের সঙ্গেও জড়িয়ে পার্থ

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) প্রত্যন্ত গ্রাম। ধানের গোলা, বাগানবাড়ি। গ্রামের ভিতরেই নতুন স্কুল। প্রায় দেড় লক্ষ বর্গ ফুট জমিতে সেই প্রাসাদ দেখে মাথা ঘুরে যাবে সবারই। এবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) সামনে আসার পরই বিরোধীরা সেই স্কুলকে নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। স্কুলটির চেয়ারম্যানের নাম কল্যাণময় ভট্টাচার্য, যিনি সম্পর্কে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই, আর স্কুলের মালিকের নাম কৃষ্ণ অধিকারী, সম্পর্কে যিনি পার্থ-র জামাইয়ের মামা। শুক্রবার পিংলার সেই বাগানবাড়িতেও পৌঁছে গিয়েছিল ইডি। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে তল্লাশি। উদ্ধার হয় বেশ কিছু কাগজপত্রও।

প্রত্যন্ত গ্রাম পিংলার খীরিন্দা মৌজা এলাকায় চাষের জমির ওপর তৈরি হয়েছে এই স্কুল। জানা যাচ্ছে কারখানার নাম করে এই জমিটি কেনা হয়। যাঁদের কাছ থেকে জমি কেনা হয়েছিল, তাঁরা বলেন, নোটবন্দির সময় নগদ টাকা দিয়ে জমিটি কেনা হয়েছিল। শুধু স্কুলের জমি নয়, আরও দুটি প্লট কেনা হয়েছিল, যাতে রয়েছে বাগানবাড়ি। ওই জমির দাম প্রায় ৪৫ কোটি টাকা।

স্কুলের বাড়িটি তৈরি হয়েছে গ্রানাইট পাথর আর বিদেশি মার্বেল দিয়ে। কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। স্কুলের বিল্ডিং-এর সামনে আধুনিক মডেলের অন্তত ৬-৭ টি বাস দাঁড়িয়ে থাকে। এ ছাড়াও রয়েছে একাধিক ছোট, বড় গাড়ি। ১৫ বিঘার ওপর তৈরি হয়েছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। স্থানীয়রা জানান, নিজে দাঁড়িয়ে থেকে এই স্কুল তৈরি করেন পার্থবাবু। গত এপ্রিলে সেই স্কুল তৈরি হয়। এই বছরেই দু’বার সেখানে যান মন্ত্রী।

জানা যাচ্ছে, এই স্কুলে ভর্তি হতে গেলে লাগে ১৫ হাজার টাকা, আর মাসিক বেতন দিতে হয় ২৪০০ টাকা। যাতায়াতের জন্য দিতে হয় ২৫০০ থেকে থেকে তিন হাজার টাকা।
পার্থ-র জামাইয়ের দুই মামা মধু অধিকারী এবং কৃষ্ণ অধিকারীর একসময় ছিল টানাটানির সংসার। আর এখন তারা বোলেরো গাড়ি নিয়ে ঘোরেন। বাড়ির মেয়েরা স্কুটি নিয়ে যাতাযাত করেন। শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় এই স্কুল ও বাগানবাড়িতে।


Sudipto

সম্পর্কিত খবর