অবশেষে ইডির দাবি মানল হাইকোর্ট, সোমবার সকালে মন্ত্রী পার্থকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে ইডির দাবিই মানল কলকাতা হাইকোর্ট। আগামীকাল সোমবার তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শারীরিক পরীক্ষার জন্য উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া হবে। এর জন্য এয়ার অ্য়াম্বুল্যান্সের বন্দোবস্ত করা হবে। এর আগে ইডি SSKM হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছিল আদালতে।

এদিন প্রকাশ্যে এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, “চিকিৎসার নামে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।” এমনকি হাসপাতালের তরফ থেকে ইডিকে হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত এদিন তোলা হয় কলকাতা হাইকোর্টে। তবে এদিন শুনানি শেষে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশ, “রাজ্যের বাইরে কোথাও নিয়ে যাওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)।” কিন্তু এবার সেই নির্দেশ বদল করল আদালত!

উল্লেখ্য, গতকাল সকালে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পরবর্তীতে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করার পর আদালতে নিয়ে যাওয়া হলে সেখানে অসুস্থতা অনুভব করেন তৃণমূল কংগ্রেস নেতা। এরপরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে পাল্টা কলকাতা হাইকোর্টে শুনানির আবেদন জানায় ইডি। এক্ষেত্রে তাদের দাবি, “পার্থ চট্টোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতাল কিংবা কমান্ডে ভর্তি করা হোক।”

 


Koushik Dutta

সম্পর্কিত খবর