বাংলা হান্ট নিউজ ডেস্ক: কোচ হিসেবে রবি শাস্ত্রী দুইবার করে ভারতের দায়িত্ব পালন করেছেন। মহেন্দ্র সিংহ ধনী এবং অপূর্বর বিরাট কোহলিকে দলের অধিনায়ক হিসেবে পেয়েছেন। তার কোচিং কেরিয়ারে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। টেস্ট ক্রিকেটে ভারতের এক নম্বর জায়গা দখল, বিদেশের মাটিতে টেস্ট জেতা ইত্যাদি নানান কীর্তি গড়েছে ভারতীয় দল তার কোচিংয়ের সময়। সবচেয়ে বড় কথা নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তাই আজও মাঠের বাইরে দেখা হলে খেলোয়াড়রা তার সঙ্গে অত্যন্ত খোলা মনে মিশতে পারেন।
এহেন রবি শাস্ত্রী নিজের কোচিং কেরিয়ারে ভারতকে দুটি ওডিআই বিশ্বকাপ খেলিয়েছেন। কিন্তু দুবারই ভারত সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। শুধু একদিনের ক্রিকেটের বিশ্বকাপ নয় টেস্ট বা টি-টোয়েন্টি সর্বোচ্চ ট্রফি ভারতকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। নিচের এই ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় করছে।
রবি শাস্ত্রীর মতে তার কোচিং কেরিয়ারে তিনি একজন অভিজ্ঞ হার্দিক পান্ডিয়াকে পাননি। হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠ অলরাউন্ডার। শেষের দিকে নেমে তিনি যেমন রানের গতি বাড়াতে পারেন তেমনই প্রয়োজনে আগে নেমে দলের ইনিংসকে সামলানোর ক্ষমতাও এখন আয়ত্ত করেছেন তিনি। সেইসঙ্গে তার বোলিংয়েরও ধার বেড়েছে। হার্দিক পান্ডিয়া এখন যতটা দক্ষ ততটা দক্ষ যদি সেই সময় থাকতেন, তাহলে শাস্ত্রী মনে করেন যে বিশ্বকাপ ভারতীয় দলের অধরা থাকত না।
শাস্ত্রী বলেছেন, “আমি সবসময় এমন একজন ক্রিকেটারকে দলে চেয়েছিলাম যিনি ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে পারেন এবং প্রয়োজনে দ্রুত রান করতে পারেন ব্যাট হাতে। হার্দিকের সেই ক্ষমতা ছিল। কিন্তু এশিয়া কাপের সময় ও যে চোট পেয়েছিল, তার পরের কয়েকটা বিশ্বকাপে তাই নিজের সেরা ফর্মে ছিল না। তিন বছর ধরে নিজের চোট সারিয়ে এখন নিজের পুরনো ছন্দে ফিরে এসেছে। আমার সময় আমি এত ভাল একজন অলরাউন্ডার পাইনি। এর জন্যই হয়তো ভারতকে বিশ্বকাপ জেতাতে পারিনি।”
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…