বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি মামলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congeess) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি নিয়ে গোটা বাংলা জুড়ে সৃষ্টি হয়েছে একাধিক বিতর্ক আর এবার সেই বিতর্ক আরো বাড়িয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)।
গতকাল পার্থ মামলায় আদালতের তরফ থেকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়, যেগুলি তৃণমূল কংগ্রেস মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে বলে এদিন আদালতে সেই সংক্রান্ত নির্দেশ সংশোধনের আবেদন পর্যন্ত জানানো হয়। তবে শেষ পর্যন্ত এদিন মন্ত্রীমশাইয়ের আর্জি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।
উল্লেখ্য, গত শনিবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে এই মামলাটি উঠলে আদালতের পক্ষ থেকে কয়েকটি নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী জানান, “এই মন্ত্রী (পার্থ চট্টোপাধ্যায়) অনেক ক্ষমতাবান। অন্য নেতাদের সহায়তা নিয়ে তাঁর তরফ থেকে চিকিৎসা এবং অসুস্থতার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়ানোর একাধিক সম্ভাবনা কাজ করতে পারে।” আর ঠিক এই নির্দেশেই আপত্তি জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পরবর্তীতে এটি সংশোধন করার আবেদনও জানানো হয়।
এক্ষেত্রে হাইকোর্টের এই রায় আদতে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য অসুবিধার কারণ হতে পারে বলে দাবি করেন তাঁর আইনজীবী। এ প্রসঙ্গে হাইকোর্ট জানায়, “রায়ের সংশোধন করা বেশ আশ্চর্যের। তবে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।” তবে শেষ পর্যন্ত এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করে দেন বিবেক চৌধুরী। ফলে পরবর্তী সময়ে হাইকোর্টের এই নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি আরো বাড়ালো বলেই মত বিশেষজ্ঞদের।