বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের অন্দরমহলে মমতাই শেষ কথা। তিনিই সম্রাট। আবার তিনিই ‘পরমাত্মীয়’। গ্রেফতারের মুহূর্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামটাই বলেছিলেন বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর সেই কারণেই মন্ত্রীর ‘অ্যারেস্ট মেমো’য় তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছেন বলে দাবি ইডি আধিকারিকদের।
মমতা আমার ফোন ধরবেই : তখন মধ্যরাত। ঘড়ির কাঁটা বলছে সময় তখন ১টা ৩০। নাকতলার বাড়ির দোতলার ঘরে পার্থকে ঘিরে বসে ইডি-র আধিকারিকরা। ঘণ্টা চারেক আগেই দিল্লি থেকে এসেছেন ইডি-র এক শীর্ষ অধিকর্তা। দিল্লি থেকে ফোনে নির্দেশ আসে, গ্রেফতার করতে হবে শিল্পমন্ত্রীকে। নিয়ম অনুসারে পার্থকে জানানো হয়, গ্রেফতারের আগে কোনও এক নিকট আত্মীয়কে ফোন করে ঘটনাটি জানাতে হবে। ইডি সূত্রের দাবি, পার্থ জানান, তাঁর স্ত্রী প্রয়াত। মেয়েও বিদেশে। ফোনে পাওয়া মুশকিল। দাদা আছেন। কিন্তু অত রাতে তাঁর ঘুম ভাঙানো সম্ভব নয়। তাহলে উপায়? পার্থ তখন সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করেন। কিছুটা অবাক হয়ে যান ইডি আধিকারিকরা জানতে চান, ‘আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছেন?’ পার্থ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইডি-র কর্তা প্রশ্ন করেন, ‘এখন গভীর রাত। অনারেবল সিএম কি এখন আপনার ফোন ধরবেন?’ জবাবে পার্থ বলেন, ‘যত রাতই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার ফোন ধরবেনই।’ কিন্তু, মুখ্যমন্ত্রী কেন? তখনই পার্থ জানান, মমতা তাঁর ‘পরমাত্মীয়’। তাই তাঁকেই পুরো বিষয়টি জানাতে চান। ঘটনাস্থলে উপস্থিত ইডি কর্তা বাংলা শব্দটি ঠিক পারেন নি। তিনি বাঙালি অফিসারকে তার অর্থ জিজ্ঞেস করে জেনে নেন।
মুখ্যমন্ত্রীর ফোন বেজে যায় : তারপর পার্থকে ফোন করতে দেওয়া হয়। এক ঘণ্টার মধ্যে পার্থ বার তিনেক ফোন করলেও সেই ফোন ধরেননি মুখ্যমন্ত্রী। তদন্তকারী আধিকারিকদের দাবি, রাত ১টা ৫৫ মিনিটে পার্থবাবু নিজের মোবাইল থেকে মমতার মোবাইলে ফোন করেন। রাত ২টা ১০ নাগাদ পার্থকে গ্রেফতার করা হয়। ইডির এক তদন্তকারী অফিসার জানান, ‘রাত গভীর হলেও মুখ্যমন্ত্রী তাঁর ফোন ঠিক ধরবেন বলে খুবই আত্মবিশ্বাসী ছিলেন পার্থ। কিন্তু মুখ্যমন্ত্রীর ফোন বেজে যায় প্রায় কুড়ি সেকেন্ড । তারপরই পার্থ হতাশ হয়ে পড়েন।’ তারপরে নিজের দাদা ও আইনজীবীকে ফোন করেন তিনি। তারপর পাশের ঘরে বিশ্রাম নেওয়ার জন্য চলে যান পার্থ। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা।
মমতা যা বলছে ঠিকই বলছে : ইডি দাবি করে, যেহেতু গ্রেফতারের খবর শুনে তিনি প্রথমে মমতাকেই জানাতে চান, তাই নিয়ম মেনে অ্যারেস্ট মেমো-তে মুখ্যমন্ত্রীর নামই রাখা হয়েছে। যদিও এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। যদিও ইডি-র অ্যারেস্ট মেমো অনুযায়ী, রবিবার সকালে বাড়ি থেকে বেরনোর আগেও শেষ বারের জন্য মুখ্যমন্ত্রীকে ফোনে ধরার চেষ্টা করেন পার্থ। কিন্তু, সে বারেও ফোন বেজে যায় বলে অ্যারেস্ট মেমো-তে জানানো হয়। আজ মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে নেমেও কার্যত হতাশ সুরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মমতা যা বলছে ঠিকই বলছে।’