SSKM প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আদালতের অবমাননা হয়নি, সাফ জানালেন বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (School Service Commission) দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এরপরেই অসুস্থ তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) পরিবর্তে ভুবনেশ্বর এইমসে (Bhubaneswar Aiims) নিয়ে যাওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গতকাল আদালতের এই নির্দেশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হলে পরবর্তীতে সেই মামলা গ্রহণই করল না কলকাতা হাইকোর্ট।

আদালতের দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আদালতের কোন রকম অবমাননা হয়নি।” উল্লেখ্য, গত শনিবার এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থ হওয়ার কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এই প্রসঙ্গে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ইডি এবং পরবর্তীতে পার্থকে এসএসকেএম-এর পরিবর্তে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী।

এ প্রসঙ্গে গতকাল নজরুল মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, “ওদের কথায় চিকিৎসার জন্য নাকি এইমসে নিয়ে যেতে হবে, এটা লজ্জার বিষয়। গোটা ভারতের মধ্যে আমাদের এসএসকেএম এক নম্বরে রয়েছে। তাছাড়াও বাংলায় বাঙুর, শম্ভুনাথ পন্ডিত এবং সাগর দত্তের মতো একাধিক ভালো ভালো হাসপাতাল থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কেন নিয়ে যেতে হবে?” এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের দ্বারা ‘আদালতের অবমাননা’ হয়েছে বলে মামলা দায়ের করা হয়। তবে পরবর্তীতেও সেই মামলা গ্রহণই করে না কলকাতা হাইকোর্ট।

kolkata highcourt

এদিন এই প্রসঙ্গে বিচারপতি বিবেক চৌধুরী জানান, “কারোর কোন মন্তব্যের জন্য আঘাত লাগবে, অতটাও দুর্বল নয় বিচার ব্যবস্থা। আমার মনে হয় না, এক্ষেত্রে আদালতের কোনো রকম অবমাননা হয়েছে।”

Sayan Das

সম্পর্কিত খবর