‘৫০ থেকে কমিয়ে ৪০ ওভার করে দেওয়া হোক’, ODI ফরম্যাটে বদল আনার ডাক রবি শাস্ত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই ক্লান্তির কারণ দেখিয়ে ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেন স্টোকস। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচি এবং তিন ফরম্যাটের চাপ নিয়ে অনেক বিশেষজ্ঞ অনেকরকম মন্তব্য শুরু করেছেন। স্টোকস নিজের বিদায় বার্তায় বলেছিলেন তিনটি ফরম্যাটেই সমান গুরুত্ব দিয়ে খেলা আর তার পক্ষে সম্ভব নয়। সেইসঙ্গে ক্রিকেট বোর্ডগুলির তাদের আরও যত্ন সহকারে ব্যবহার করা উচিত এই নিয়েও মন্তব্য করেছিলেন স্টোকস।

কিছুদিন আগে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন ক্রিকেটাররা নির্দিষ্ট করে বেছে নেবেন যে তারা কোন কোন ফরম্যাটের ক্রিকেট খেলতে চান। এই ব্যাপারে তিনি হার্দিক পান্ডিয়ার উদাহরণ টেনে এনে ছিলেন। রবি শাস্ত্রীর মতে হার্দিক পান্ডিয়া শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের ওপর গুরুত্ব দিতে চায় এবং অন্য ফরম্যাটগুলো খেলতে চায় না।

রবি শাস্ত্রীর মতে ৫০ ওভারের ফরম্যাটটি ধীরে ধীরে বাকি ফরম্যাটগুলো তুলনায় পিছিয়ে পড়তে পারে। এইরকম চলতে থাকলে হার্দিক পান্ডিয়ার মতো প্রতিভাবান ক্রিকেটাররা ওডিআই ক্রিকেট থেকে দূরে সরে যাবেন। তাই তিনি মনে করেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির যেকোনও রকমের বিশ্বকাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। ৫০ ওভারের বিশ্বকাপকে ঢেলে সাজিয়ে জনগণের কাজে উপস্থাপিত করা উচিত বলে শাস্ত্রী মনে করেন।

৫০ ওভারের ফরম্যাটকে বাঁচানোর আরও একটি টোটকা উল্লেখ করেছেন রবি শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় কোচ মনে করেন ওডিআই ক্রিকেটের ওভারসংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪০ করে দেওয়া যেতে পারে। এর আগে কিংবদন্তি পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও এই দাবি তুলেছিলেন। শাস্ত্রী তাকে সমর্থন জানিয়ে বলেছেন “আগেও ১৯৮৩ বিশ্বকাপের পর ওডিআই ফরম্যাটে ওভারসংখ্যা কমিয়ে ৬০ থেকে ৫০ করা হয়েছিল। দীর্ঘদিন তা জনপ্রিয়তার সাথে চলে এসেছে। এখন যদি তা ৪০ ওভারের করা হয় তাহলে দর্শকদের কাছে তা আরও উত্তেজক হয়ে উঠবে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর