পোশাক জোটে না বলে নগ্ন ফটোশুট! লাইন দিয়ে এসে অভিনেতাকে জামাকাপড় দান করলেন ইন্দোরবাসী, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নগ্ন ফটোশুট করে একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং (Ranveer Singh), অন‍্যদিকে তেমনি নিন্দায় মুখর হয়েছেন আমজনতার একটা বড় অংশ। সম্পূর্ণ নিরাবরণ হয়ে অভিনেতার ক‍্যামেরার সামনে দাঁড়ানোর সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি অনেকেই। মহিলাদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার ইন্দোরের মানুষরা আরেক ধাপ এগিয়ে পোশাক দান করলেন রণবীরকে।

একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, ভিডিওটি মধ‍্যপ্রদেশের ইন্দোরের। একটি বড় বাক্সের গায়ে রণবীরের নগ্ন ফটোশুটের একটি ছবি লাগানো রয়েছে। লাইন দিয়ে একে একে লোকজন এসে ওই বাক্সের মধ‍্যে জামা কাপড় রেখে যাচ্ছে। বাক্সটির গায়ে লেখা হয়েছে, ‘মানসিক আবর্জনা’!


সোমবার মুম্বই পুলিসের কাছে এফআইআর দায়ের করা হয় রণবীরের বিরুদ্ধে। এক এনজিওর সদস‍্য চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতার বিরুদ্ধে। নিজের নগ্ন ছবি দিয়ে মহিলাদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর, উঠেছে এমন অভিযোগ। প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করার দাবি আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

এক জনপ্রিয় ম‍্যাগাজিন কভারের জন‍্য ন‍্যুড ফটোশুট করেছেন রণবীর। তাঁর ছবি দেখে যখন সবার চোখ কপালে তখন অভিনেতার দাবি, হাজার লোকের সামনে নগ্ন হওয়াও তাঁর কাছে কোনো ব‍্যাপারই না। এবার এক সূত্র সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমকে জানায়, অনেকদিন পরিকল্পনা করেই করা হয়েছে ফটোশুটটি।

রণবীর ঠিক করেই নিয়েছিলেন, সম্পূর্ণ অনাবৃত হয়েই পোজ দেবেন। এমনিতে নিজের ফ‍্যাশন সেন্স নিয়ে প্রায় রোজই সবাইকে বিষম খাওয়ান তিনি। তাই রণবীরের থেকে এই নগ্ন ফটোশুট খুব একটা অপ্রত‍্যাশিত নয়। ছবিগুলি নাকি গত মে জুন মাসেই প্রকাশ‍্যে আসার কথা ছিল। কিন্তু সিনেমার মুক্তি থাকায় অপেক্ষা করতে চেয়েছিলেন রণবীর।

https://www.instagram.com/tv/CgebPZ6jzKn/?igshid=YmMyMTA2M2Y=

অভিযোগ দায়ের হওয়া নিয়ে কোনো মন্তব‍্য করেননি তিনি। রণবীর আপাতত ব‍্যস্ত তাঁর আসন্ন ছবির শুটিংয়ে। করন জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি এবং রোহিত শেট্টি পরিচালিত সার্কাস ছবিতে দেখা যাবে রণবীর সিং।

X