ইডির দেওয়া খাবার গলা দিয়ে নামছে না অর্পিতার! কাজু-পেস্তা খেতে চাইলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর পর অর্পিতাকে গ্রেফতারও করেছে ইডি (ED)। আদালতের নির্দেশে আপাতত সিজিও কমপ্লেক্সে ইডি-র হেফাজতে রয়েছেন তিনি।

ভাত-রুটি খেতে পারছেন না অর্পিতা : জানা যাচ্ছে ইডি-র হেফাজতে তাঁকে আর পাঁচজনের মতোই খাবার খেতে দেওয়া হয়। সকালে ব্রেকফাসর্ট, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার। কিন্তু ইডি-র দেওয়া ভাত-রুটি খেতে পারছেন না অর্পিতা। নির্দিষ্ট সময়ে ইডি-র দেওয়া খাবারের বাইরে ড্রাই ফ্রুট খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অর্পিতা। সূত্রের খবর, সেই ইচ্ছা মতো অর্পিতার আইনজীবী কাজু, কিশমিশ, পেস্তা দিতে গিয়েছিলেন। কিন্তু বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, ইডি এখনও ওই ড্রাই ফ্রুটস অর্পিতা দেওয়ার অনুমতি দেয়নি।

মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় অত্যন্ত বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত বলেই জানা গিয়েছে। কিন্তু ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকে সাধারণ খাবারই বরাদ্দ রয়েছে তাঁর জন্য। হঠাৎ করে খাদ্যাভাসের বদলের সঙ্গে অর্পিতার ঠিক মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে। সে জন্যই ড্রাই ফ্রুট খাবার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কপালে ড্রাই ফ্রুটসের একটা দানাও জোটেনি বলে খবর।

এরই সঙ্গে গ্রেফতার হওয়ার পর থেকে একই পোশাকে দেখা যাচ্ছে অর্পিতাকে। সেই পোশাকেই শারীরিক পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে গিয়েছিলেন তিনি। আদালতেও দেখা গিয়েছিলেন ওই এক পোশাক পড়েই। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার বিকালে অর্পিতার আইনজীবী বেশ কিছু পোশাক দিয়েছে এসেছে ইডি-কে। সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে সেই পোশাক দিয়ে আসা হয়েছে। ড্রাই ফ্রুট না দিলেও ওই পোশাক অর্পিতাকে দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন ইডির আধিকারিকরা। সেই পোশাক পরেই বুধবার শারীরিক পরীক্ষার জন্য আবারও ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অর্পিতাকে।

ইতিমধ্যেই আদালত নির্দেশ দিয়েছে, ৩ অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে অর্পিতাকে। সিজিও কমপ্লেক্সে একই সঙ্গে আছেন পার্থ চট্টোপাধ্যায়ও। যদিও দুজনকেই আলাদা রাখা হয়েছে বলে ইডি সূত্র মারফত খবর।

Sudipto

সম্পর্কিত খবর