পাশ করিয়ে দেওয়ার দাবিতে শিক্ষককে বেধড়ক মার ছাত্রর, গ্রেফতার ডায়মন্ড হারবারের পড়ুয়া

বাংলাহান্ট ডেস্ক : একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য। সেই রাগ মেটাতে ছাত্র চড়াও হলো শিক্ষকের উপর! সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়নের হাতে কলেজের প্রিন্সিপাল বা শিক্ষাকর্মীর প্রহৃত হওয়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু এভাবে স্কুল ছাত্রের শিক্ষকের উপর চড়াও হওয়ার ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় পাশ করতে পারেনি ছাত্র। এর ফলে ভীষণ ক্ষুব্ধ হয়ে স্কুল শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার হাই স্কুলের। অভিযুক্ত ছাত্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

   

বিদ্যালয়ের তরফ থেকে জানা গেছে, সে একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র। অভিযুক্ত ইজাজ আহমেদ মোল্লা ডায়মন্ড হারবারে বাশুলডাঙার বাসিন্দা। সম্প্রতি তার একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ পায়। তাতে দেখা যায় ছটি বিষয়েই সে অকৃতকার্য হয়েছে। কিন্তু তার দাবি ছিল তাকে পরবর্তী ক্লাসের জন্য উত্তীর্ণ করে দিতে হবে। মঙ্গলবার তার এই দাবি নিয়ে স্কুলের শিক্ষক পুলক গোরার সাথে বিতর্ক বাঁধে। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হতে থাকে। অভিযোগ এরপরই শিক্ষকের উপর চড়াও হয়ে তাকে বেধড়ক মারধর করে ইজাজ।

বিষয়টি লক্ষ্য করে প্রহূত শিক্ষককে উদ্ধার করে ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা। হাসপাতালে তরফে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় শিক্ষককে। এই ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। এরপর ডায়মন্ড হারবার থানার পক্ষ থেকে পুলিশ অভিযুক্ত ছাত্রকে ধরে নিয়ে যায়। রাতে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর