বিরাট কোহলির বিশ্রাম নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তার প্রাক্তন সতীর্থ প্রজ্ঞান ওঝা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে পরিবারের সাথে প্যারিসে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে জিতে টি-টোয়েন্টি সিরিজে নামার প্রস্তুতি নিচ্ছে। ওয়ানডে সিরিজে তথাকথিত অনেক তারকা ক্রিকেটার বিশ্রাম পেলেও টি-টোয়েন্টি সিরিজে তারা সকলেই প্রায় ফিরে আসছেন কোহলি বাদে। এত বিশ্রাম নেওয়ার প্রবণতা দেখে অনেক প্রার্থনা ক্রিকেটারই তার ওপর সন্তুষ্ট নন। ভারতীয় ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছে যে বিরাট কোহলি এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সফরে দলে ফিরতে পারেন।

কিছুদিন আগেই সমাপ্ত হওয়া ইংল্যান্ড সফরে বিরাট কোহলি নিজের সেরা ছন্দের ধারেকাছে ছিলেন না। টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে তিনটে ফরম্যাটেই অত্যন্ত বিশ্রী ফর্মে ছিলেন তিনি। ৬ ইনিংসে তিনি মাত্র ৭৫ রান করেছেন সেই সিরিজে। তারপর থেকেই তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এরইমধ্যে শোনা গিয়েছিল যে বিরাট কোহলি নিজেই চেয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন। সেই ঘটনা বিতর্কে আরও উসকে দিয়েছিল। বলা হচ্ছিল যে আগেকার দিনের তারকা ক্রিকেটার সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মতো দেশকে নিয়ে আবেগ নেই তার মধ্যে।

Kohli failed

এরই মধ্যে বিরাট কোহলিকে নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এনেছেন তার প্রাক্তন সতীর্থ এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য প্রজ্ঞান ওঝা। তিনি জানিয়েছেন যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সব ম্যাচে মাঠে নামবেন। তিনি আর কোনও সিরিজে বিশ্রাম নেবেন না। জিম্বাবোয়ে সফর (নির্বাচিত হলে), এশিয়া কাপ, দক্ষিণ আফ্রিকা সিরিজ, অস্ট্রেলিয়া সিরিজ খেলে তারপর বিশ্বকাপে নামবেন কোহলি।

ওঝা বলেছেন, “আমার মনে হয় না ও আর বিশ্রাম নেবে। এই বিশ্রাম ওকে মানসিক ভাবে তরতাজা করে তুলেছে। ওর টেকনিক কোনও গলদ নেই। ওর মতো ব্যাটারের ফর্মে ফিরতে একটা ম্যাচ লাগে, কিছু রান পেলেই ও ফর্মে ফিরবে। আর আমি শুনেছি ভারতের এই ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর কোনও বিশ্রাম নেবে না ও বিশ্বকাপ অবধি।”


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর